২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পঙ্গু এক মায়ের দুর্বিষহ জীবন

-

হাছিনা একজন পঙ্গু মা। সন্তান কোলে নেয়ার সাধ্য নেই তার। বাধ্য হয়ে সন্তান ঘাড়ে নিয়ে ক্র্যাচের ওপর ভর করে অসহায় অবস্থায় চলাফেরা করছে। পঙ্গু অবস্থায় সন্তানের মা হওয়ায় তার ঠাঁই মেলেনি স্বামীর বাড়িতে। পঙ্গু হাছিনা বর্তমানে শিশু সন্তানসহ বাবার ঘাড়ের বোঝা। সরেজমিন জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের দিনমজুর আবদুল হামিদের মেয়ে মোছা: হাছিনা বেগমের একই ইউনিয়নের পূর্ববজরা গ্রামের মফিজল হকের ছেলে মো: ফরিদ মিয়ার সাথে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। অভাব-অনটনের সংসারে দিন চলে তার খেয়ে না খেয়ে। এ ছাড়া বাড়ির লোকজনের গালমন্দ তো আছেই। হাছিনা ও ফরিদ সংসার জীবন শুরু করেন ঢাকায়। হাছিনা যখন অন্তঃসত্ত্বা তখন স্বামীর সাথে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হন দুইজনেই। দুর্ঘটনায় হাছিনার পা ভেঙে যায়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পরও তার বাম পা কেটে ফেলতে হয়। এরপর একদিন ফরিদ মিয়া হাছিনা বেগমকে তার গরিব বাবার বাড়িতে রেখে যায়। পরে কৌশলে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। গরিব বাবা টাকা দিতে অস্বীকার করলে সংসার করবে না বলে হুমকি দেয়। পড়ে থাকে হাছিনা বাবার বাড়িতে। বাবা আবদুল হামিদ নিরূপায় হয়ে মেয়ের সংসার করানোর জন্য ইউনিয়ন পরিষদে নালিশ করে। চেয়ারম্যান দুইপক্ষকে সংসার করার জন্য পরামর্শ দিয়ে ফেরত পাঠায়। কিন্তু কোনো কাজ হয়নি। হাছিনাকে থাকতে হচ্ছে সেই গরিব বাবার বাড়িতে। সেখানেই থাকা অবস্থায় তার কোলজুড়ে আসে ফুট ফুটে একটি ছেলে সন্তান। দীর্ঘ দিন ধরে অনাহারে-অর্ধাহারে পড়ে থাকছে গরিব বাবার বাড়িতে। অসহায় বাবা তার হাড়ভাঙা শ্রম বিক্রি করা উপার্জনে মেয়ের ভরণপোষণ চালাচ্ছেন। পঙ্গু মায়ের স্বপ্নÑ তার ছেলে বড় হলে এমন কষ্ট তার থাকবে না। সে সৃষ্টিকর্তার অনুগ্রহের ওপর ভরসা এখন আছেন গরিব বাবার বাড়িতে। বাবার টাকা পয়সা না থাকায় তাদের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। অভাব আর অনটনেই তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পঙ্গু হাছিনার জীবন নির্বাহে কেউ কি বাড়াবেন সহযোগিতার হাত? কারণ হাছিনাও একজন মানুষ? বেঁচে থাকার অধিকার তারও আছে।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল