১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চগড়ে মজুরি বৈষম্যে নারীশ্রমিকেরা

-

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় নারীশ্রমিকের কদর বৃদ্ধি পাচ্ছে। এ জনপদে দিন দিন কৃষিশ্রমিক হিসেবে নারীশ্রমিকেরা জনপ্রিয় হয়ে উঠছেন। শুধু কৃষিই নয় নির্মাণ, ঘরগৃহস্থালি ও বিভিন্ন ধরনের কলকারখানাসহ সব অঙ্গনেই এখন কাজ করছেন নারীশ্রমিকেরা। কারণ হিসেবে সব খাতে পুরুষের প্রায় সমক ও বেশি সময় ধরে কাজ করেন নারীশ্রমিকেরা। বিনিময়ে তারা পুরুষের তুলনায় কম পারিশ্রমিক পেলেও এ ব্যাপারে নেই তাদের কোনো জোরালো অভিযোগ। রয়েছে শুধু বুকভরা হাহাকার আর হতাশা। সব মিলিয়ে জীবনযুদ্ধে নিবেদিত এক বলিষ্ঠ যোদ্ধাদের আমরণ আপসহীন সংগ্রামের চিত্র। আবহমান গ্রামবাংলায় এমন এক সময় ছিল, যখন এ দেশের নারীদের নরম হাতে রঙ-বেরঙের চুড়িই শোভা পেত। এখন সেই হাতে চুড়ির বদলে তাদের নিত্যসঙ্গী হয়েছে কাজের নানা সরঞ্জাম। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ শেষ করে নারীরা ছুটে যান কর্মেেত্র। একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক ২৫০-৩০০ টাকা মজুরি পান, সেখানে একজন নারীশ্রমিক পান সর্বোচ্চ ১৫০-১৮০ টাকা। এ অঞ্চলে অনেক নারী সংগঠন কাজ করলেও মজুরি বৈষম্য নিয়ে আজ পর্যন্ত কোনো কর্মসূচি বা টেবিল আলোচনায় এগুলো উঠে আসেনি। নারীশ্রমিক আম্বিয়া জানান, নিতান্তই পেটের তাগিদে আজ তারা বিভিন্ন পেশায় শ্রমিক হয়েছেন। কাজ হারানোর ভয়ে পারিশ্রমিক বাড়ানোর কথা মুখফুটে মালিককে বলতেও পারেন না। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নারীদের আর্থসামাজিক উন্নয়নের কথা ভাবলে হয়তো পাল্টানো যাবে এ অঞ্চলের নারীশ্রমিকদের ভাগ্য। অর্থনৈতিক মুক্তি মিলবে অনেক নারীর পরিবারেÑ বলে মন্তব্য করেন ইউপি সদস্য কুলছুম বেগম বেলী। পঞ্চগড়ের নারীশ্রমিকেরা স্বাবলম্বী হবেন, সেই সুন্দর এক ভবিষ্যতের আশায় রয়েছেন এ এলাকার নারীশ্রমিকেরা।

 


আরো সংবাদ



premium cement