২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তথ্য ফাঁসের অভিযোগে মার্কিন সন্ত্রাস দমন বিশেষজ্ঞ গ্রেফতার

অ্যাটর্নি জেনারেল জি জাচেরি উইলিগার সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞ হেনরি কিলি ফ্রিজিকে গ্রেফতারের কথা ঘোষণা করেন - এপি

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞকে বুধবার গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের কাছে অতি গোপনীয় তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

তারা জানান, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ৩০ বছর বয়সী হেনরি কিলি ফ্রিজিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। অফিসে আসার পর তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার দুটি অভিযোগে রয়েছে।

সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত সুবিধার জন্য স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস করে দেয়ায় ফ্রিজিকে হাতে-নাতে ধরা হয়।’

বিচার বিভাগ ফ্রিজির ফাঁস করে দেয়া কথিত গোপন তথ্যের বিষয়বস্তুর ব্যাপারে কিছু জানায়নি।

ফ্রিজির কথিত গোপন তথ্য দেয়া দুই সাংবাদিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযোগপত্র ও ফ্রিজির টুইটার একাউন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ দুই সাংবাদিক সিএনবিসি ও এনবিসি নিউজে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement