১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ধনকুবেরদের নতুন তালিকা, পিছিয়ে পড়লেন গেটস

ধনকুবেরদের নতুন তালিকা, পিছিয়ে পড়লেন গেটস - ছবি : সংগ্রহ

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স-এ গত সাত বছরে ২ নম্বরের নিচে কখনো নামেননি মাইক্রোসফ্ট কর্প-এর সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। অবশেষে সেই রেকর্ড ভাঙল।

বিপুল অর্থের মালিক ফ্রান্সের বার্নার্ড আরনল উঠে এলেন বিলিওনেয়ার ইনডেক্সে দ্বিতীয় স্থানে। আরনল মঙ্গলবার শেয়ার বাজারে পিছনে ফেলে দেন বিল গেটসকে। এদিন আরনলের নেট সম্পত্তি গিয়ে দাঁড়ায় ১০৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে। বিল গেটসের তুলনায় যা প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বেশি। বুধবারও বাড়ে শেয়ার দর। প্যারিসের স্থানীয় সময় বেলা ১.৫৪-এ প্রায় ০.৭ শতাংশ বাড়ে আরনলের সংস্থার শেয়ার দর। ২০১৯ সালেই প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি বাড়িয়েছেন বার্নার্ড আরনল। ব্লুমবার্গের র‌্যাংকিং-এ যে ৫০০ জনের নাম রয়েছে, তাদের সবার মধ্যে আরনলের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি সবচেয়ে বেশি। বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধি পর, ৭০ বছরের আরনলের নামও এবার একসঙ্গে উচ্চারিত হবে জেফ বেজস ও বিল গেটসের সঙ্গে।


আরো সংবাদ



premium cement