২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্লাস্টিকের ব্যাগে 'অলৌকিক' শিশু : বিশ্বজুড়ে তোলপাড়

প্লাস্টিকের ব্যাগে 'অলৌকিক' শিশু : বিশ্বজুড়ে তোলপাড় - ছবি : সংগ্রহ

যুক্তরাষ্ট্রে নবজাতক এক বাচ্চা মেয়েকে প্লাস্টিক ব্যাগের ভেতরে পাওয়া গেছে- এই খবর বের হওয়ার পর বহু পরিবার তাকে দত্তক নিতে উদগ্রীব হয়ে পড়েছে।

একজন কর্মকর্তা বলেছেন, মনে হচ্ছে সারা পৃথিবীতেই যেন মেয়েটির পরিবার ছড়িয়ে আছে যারা তাকে কাছে পেতে অপেক্ষা করছে।

কর্মকর্তারা এই বাচ্চাটিকে 'অলৌকিক' শিশু বলে বর্ণনা করছেন এবং আপাতত তার নাম দেয়া হয়েছে ইন্ডিয়া।

জর্জিয়ায় স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বাচ্চাটির কান্না শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বাচ্চাটি হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো ছিল। পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি হৃদয়-স্পর্শী ভিডিও প্রকাশ করেছে।

সেসময় বাচ্চাটি কাঁদছিল। এবং পুলিশ চেষ্টা করছিল তাকে নানাভাবে আশ্বস্ত করার।

সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা বলছে, বাচ্চাটি সুস্থ আছে। তার দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাটি জুন মাসের প্রথম সপ্তাহের। বাচ্চাটি এখন শিশু বিভাগের হেফাজতেই আছে। তার ওজন বাড়ছে। এর মধ্যে তিন সপ্তাহ চলে গেছে। কর্মকর্তারা বলছেন, শিশুটি হাসছে এবং গাত-পা ছুঁড়ছে।

কর্মকর্তারা বলছেন, বাচ্চাটির জন্যে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আগ পর্যন্ত সে শিশু সার্ভিসের হেফাজতেই থাকবে।

স্থানীয় কাউন্টি শেরিফের কর্মকর্তারা বাচ্চাটির পিতামাতা ও আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন, বেবি ইন্ডিয়ার ব্যাপারে শেয়ার করার মতো এখনও নতুন কোন তথ্য পাওয়া যায়নি।

তবে জর্জিয়ার পরিবার ও শিশু সার্ভিসের একজন কর্মকর্তা টম রলিংস জানিয়েছেন, তাকে নিতে আগ্রহী পরিবারের কোন কমতি নেই।

এবিসি টেলিভিশনের গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেছেন, "যেসব পরিবার বাচ্চাটিকে নিতে চায় তাদের লম্বা লাইন পড়ে গেছে।"

বাচ্চাটিকে নাটকীয়ভাবে উদ্ধারের খবর বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ শিরোনাম হয়েছে এবং তার পর থেকে বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, "আমার পুরো জীবনে এরকম অলৌকিক ঘটনা আর দেখিনি।"

মাতৃ-জঠরে শিশুটি যে নালী দিয়ে মায়ের সঙ্গে যুক্ত ছিল সেটি এখনও রয়ে গেছে।

তাকে যখন উদ্ধার করা হয় তখন তার বয়স বড় জোর কয়েক ঘণ্টা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল