১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের জন্য আফগানিস্তানের স্পিন ফাঁদ!

বাংলাদেশের জন্য আফগানিস্তানের স্পিন ফাঁদ! - ছবি : সংগৃহীত

সাউদাম্পটনের এই ভেন্যুতে শনিবার ভারতের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলেছে আফগানিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পরও ১১ রানে হারে আফগানরা। একদিন বাদে একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। তাই ভারতের বিপক্ষে ম্যাচে লড়াই করার মানসিকতা থেকে অনুপ্রেরণা খুজছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।

ম্যাচ আগের দিন, রোববার সংবাদ সম্মেলনে নাইব বলেন, ‘আমরা এরই মধ্যে এই উইকেটে খেলেছি। ভারতের বিপক্ষে শনিবার খেলেছি। দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের জন্য ভালো দিন ছিল। দুই দলের জন্যই। আমরা হেরেছি, কিন্তু ভালো কিছুও করেছি। ঐ ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশের বিপক্ষে আরও বেশি করার চেষ্টা থাকবে।’

বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই সাকিবকে নিয়ে চিন্তার ভাঁজ নাইবের কপালে। তিনি বলেন, ‘’সাকিবকে থামানো সহজ নয়। সে দুর্দান্ত ফর্মে আছে। কেউ বলতে পারবে না, সাকিবকে থামানো যাবে। কিন্তু সোমবার একটি নতুন দিন। সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারা। ফ্য্রাঞ্চাইজি ক্রিকেটে সে নবী এবং রশিদের সঙ্গে খেলেছে। যদি আগামীকাল তার দিন হয়, তাহলে সে ভালো খেলবে। তবে দিনটা যদি আমাদের হয়,তাহলে শুধু সাকিব নয় যেকোনো দলের জন্য কঠিন হয়ে পড়বে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের স্পিন অ্যাটাককে সেরা বলছেন নাইব। তাই স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা আফগান অধিনায়কের। পাশাপাশি বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি, ‘আমি সত্যিই বাংলাদেশকে দেখে মুগ্ধ। তারা টুর্নামেন্টে ভালো করেছে। যদি উইকেট আমাদের স্পিনারদের সাহায্য করে তাহলে প্রত্যেকের জন্য ম্যাচটা কঠিন করতে পারি, সেটা শুধু বাংলাদেশের বিপক্ষে নয়। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। উইকেট আমাদের অনুকূলে থাকলেই হলো।’
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল