২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পকে কেন ক্ষমা করবেন না মিশেল ওবামা!

মিশেল ওবামা, ইনসেটে ট্রাম্প - ছবি : সংগৃহীত

নিজের স্মৃতিকথাতে, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তার স্বামী বারাক ওবামার বিরুদ্ধে "জন্মসংক্রান্ত" ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে দেয়ার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে দোষারোপ করেছেন। নিজের স্মৃতিকথা "বিকামিং"-এর উদ্ধৃত অংশগুলিতে মিশেল ওবামা বলেছেন যে ট্রাম্প দাবি করেছিলেন যে, তার স্বামী বারাক ওবামা "জেনোফোবিক", ওবামা নাকি আসলে আমেরিকায় জন্মগ্রহণ করেননি। এই শব্দটি ব্যবহার করার জন্য ট্রাম্পকে কখনো "ক্ষমা করবেন না" তিনি।
সাবেক ফার্স্ট লেডি লিখেছিলেন, "পুরো ব্যাপারটিই ছিল উদ্ভট এবং নীচু অর্থবাহী, যার মধ্যে অন্তর্নিহিত ছিল জাতিবিদ্বেষ এবং জেনোফোবিয়া।"

"কিন্তু এটি বিপজ্জনক ছিল, ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ এবং হিংসা জাগিয়ে তোলা হয়েছিল। কী হত যদি মানসিক ভারসাম্যহীন কেউ বন্দুক নিয়ে ওয়াশিংটনে চলে যেত? যদি কোনো ব্যক্তি আমাদের মেয়েদের টার্গেট করত? ডোনাল্ড ট্রাম্প জোর গলায় আমাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন এবং এই জন্য আমি তাঁকে ক্ষমা করব না” বলেন মিশেল।

১৩ নভেম্বরে প্রকাশ পায় তার লেখা এই বইটি। শিকাগোতে তার জীবনের প্রথম দিকের সময় থেকে শুরু করে একজন ফার্স্ট লেডি হয়ে ওঠার সফর রয়েছে এই বইতে। এবং ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনে জয়ের পর তার মানসিক ভাবে ভেঙে পড়া এবং অবিশ্বাসের অনুভূতির খসড়াও রয়েছে এই লেখায়।

২০১৭ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই মিশেল ওবামা বেশিরভাগ সময়েই বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমালোচনা করে এসেছেন। বইটিতে অন্যান্য সমালোচনার মধ্যে বড় অংশ জুড়ে রয়েছে মহিলাদের নিয়ে ট্রাম্পের অশ্লীল বক্তব্য। কুখ্যাত "অ্যাক্সেস হলিউড" টেপ এবং ২০১৭ সালের প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কের সময় ট্রাম্পের কুরুচিকর মন্তব্য নিয়েও কড়া সমালোচনা করেছেন মিশেল ওবামা।

 

ট্রাম্প বলে উঠলেন, এখানেই ক্লিনটন-মনিকা...

মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে অন্যতম গর্বের স্থাপত্য হোয়াইট হাউস। আর সেখানেই কোনো অতিথিকে নিয়ে এলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাউল্লাসে দেখাতে নিয়ে যান ওভাল অফিসে। তবে বাছাই করা অতিথি ছাড়া এই অফিসে কাউকে প্রবেশ করতে দেন না ট্রাম্প।

ট্রাম্প আইনজীবীদের একটি দল, বন্ধুবান্ধব ও আরো কিছু অতিথিকে নিয়ে গিয়েছিলেন ওভাল অফিসে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ দলের অন্তত তিনজনের সাথে তারা কথা বলেছেন।


আজ মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে এমন একটি বইয়ে উঠে এসেছে সেদিন ট্রাম্প ওভাল অফিস সম্পর্কে অতিথিদের কি বলেছিলেন সেসব প্রসঙ্গ।

বইটিতে উঠে এসেছে, ওভাল অফিসের দরজা খুলেই ট্রাম্প নাকি বলে ওঠেন, ‘এখানেই বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কি...’ বলেই নিজের বক্তব্যকে রুখে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপরই ট্রাম্প বলতে থাকেন, ‘আমার এই ঘরকে রিমডেল্ড করেছি।...’

হোয়াউট হাউস সম্পর্কে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে রীতিমত শোরগোল মার্কিন রাজনীতিতে। হোয়াইট হাউসের এককালের কর্মী ক্লিফ সিমসের লেখা বই ‘টেল অফ ভাউপার্স’-এ এই তথ্য উঠে এসেছে।

বইতে উল্লেখ করা হয়েছে, শুধু একবার নয় অন্তত কয়েকবার ট্রাম্প ওভার অফিস নিয়ে এমন মন্তব্য করেছেন। শুধু তাই নয়, মনিকা লিউনস্কি ও বিল ক্লিনটনের যৌনতা প্রসঙ্গকে কটাক্ষ করে ট্রাম্পের তরফে উঠে আসে বাঁকা হাসিও। এমনও তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

শুধু ক্লিনটন নয়, ট্রাম্পের মুখে ছিল বারাক ওবামা প্রসঙ্গও। তিনি নাকি ওভাল অফিসের ডাইনিং রুমে বসে ‘সারাদিন বাস্কেটবল খেলা দেখতেন’। আপাতত মার্কিন মুলুকে এই বই ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে


আরো সংবাদ



premium cement