২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

১০ লাখ অভিবাসী নিচ্ছে কানাডা

-

কানাডা সরকার ১০ লাখ অভিবাসী নিচ্ছে। তাদের স্থায়ীভাবে বসবাসেরও অনুমতি দেবে দেশটির সরকার।

সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, আগামী তিন বছরে কানাডায় ১০ লাখ অভিবাসী নেয়া হবে। এটি প্রতিবছর দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

এ প্রকল্পের আওতায় এ বছর তিন লাখ ৫০ হাজার লোক নেয়া হবে। এছাড়া ২০২০ সালে তিন লাখ ৬০ হাজার ও ২০২১ সালে তিন লাখ ৭০ হাজার লোক নেবে কানাডা সরকার।

কিন্তু যখন বিশ্বের অন্যান্য দেশ অভিবাসীনীতিতে কঠোর হতে শুরু করেছে, এ সময় কানাডার এমন উদারতার কারণ কী?

এ বিষয়ে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক (আইআরসিসি) মন্ত্রী আহমেদ হোসেন বলেন, নতুন অভিবাসীদের কারণে কানাডার বয়স্ক জনগোষ্ঠী ও শিশু জন্মের পতনশীল হারের সাথে একটি ভারসাম্য তৈরি হবে। এর সাথে নতুন শ্রমিক পাওয়া যাবে।

অভিবাসনবিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন ইতিমধ্যে নতুন অভিবাসীদের আগাম স্বাগত জানিয়েছেন।

‘এ ছাড়া আমি নিজেও সোমালিয়া থেকে আসা একজন অভিবাসী,’ বলেন মন্ত্রী।

এর আগে ২০১৭ সালে দুই লাখ ৮৬ হাজারের বেশি লোককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে কানাডা সরকার।


আরো সংবাদ



premium cement