২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুতিনের সাথে বৈঠক হচ্ছে না ট্রাম্পের

পুতিনের সাথে বৈঠক হচ্ছে না ট্রাম্পের - সংগৃহীত

শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ওই বৈঠক হচ্ছে না বলে জানানো হয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব নেতারা ফ্রান্সের রাজধানী প্যারিসে একত্রিত হচ্ছেন। তারা প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি ও ইস্যুগলো এড়িয়ে চলবেন বলেও জানা গেছে।

তবে তিনি উদ্বাস্তুদের বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন বলে কয়েকটি সূত্রে জানানো হয়েছে।

এই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়া আর কোনো বিশ্ব নেতার সাথে বৈঠকের সূচি নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানকে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে ইউরোপীয় মিত্রদের সাথে সম্পর্ক ইস্যুটি এই বৈঠকে তেমন গুরুত্ব পাবে না বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য অনুষ্ঠানের ফাঁকে রোববার প্রেসিডেন্ট পুতিনের সাথে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের কথা জানিয়েছিল ক্রেমলিন।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই বৈঠক হবে না।


আরো সংবাদ



premium cement