২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডাকে ওবামা ও হিলারির বাড়িতে ‘বিস্ফোরক প্যাকেট’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন - ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় ডাকে করে ‘বিস্ফোরকের প্যাকেট’ পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক ‘বিস্ফোরক’ প্যাকেট জব্দ করা হয়েছে।

এফবিআই বলছে, নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় গত ২৩শে অক্টোবর একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়।

এর পর বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের সদস্যরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয়, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

অবশ্য বরাক ওবামা বা হিলারি ক্লিনটন- কেউই পার্সেলগুলো গ্রহণ করেন নি, আর তাই তাদের কোন বিপদ হবার ঝুঁকিও তৈরি হয়নি।

এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দুইদিন আগে নিউ ইয়র্কে সমাজসেবী ও বিনিয়োগকারী জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement