২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলকে বিপজ্জনক বলল রাশিয়া

যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলকে বিপজ্জনক বলল রাশিয়া - ছবি : সংগৃহীত

১৯৮৭ সালে রাশিয়ার সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে রাশিয়া।

স্থানীয় সময় শনিবার বিকেলে নেভাডায় নির্বাচনী মিছিলে যোগ দিতে যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা ঘোষণা করে বলেন, ‘‌বহু দিন ধরেই রাশিয়া চুক্তি লঙ্ঘন করে আসছিল। এবং আমি জানি না কেন প্রেসিডেন্ট ওবামা ওদের সঙ্গে সমঝোতা করেননি বা সরে আসেননি। আমরা ওদের পরমাণু চুক্তি লঙ্ঘন করে অস্ত্র ব্যবহার করতে দিতে পারি না। আমরাই ওই চুক্তির শর্ত বজায় রেখে তা মেনে ছিলাম এবং চুক্তিকে সম্মান জানিয়ে গিয়েছি। কিন্তু রাশিয়া দুর্ভাগ্যবশত চুক্তিকে অসম্মান করেছে। সেজন্যই আমরা এই চুক্তি বাতিল করছি। আমরা চুক্তি থেকে সরে আসছি।’‌

১৯৮৭ সালে তৎকালীন ইউএসএসআর–এর প্রেসিডেন্ট মিখাইল গরবাশেভ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ওই পরমাণু চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী দু’‌দেশই ৩০০–৩৪০০ মাইল পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ভূমি থেকে ছোড়া ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নষ্ট করতে বাধ্য হয়। ফলে আমেরিকা ও ইউরোপের বন্ধু দেশগুলোর নিরাপত্তা জোরদার হয়েছিল। ঠান্ডা লড়াইয়ের সময়েও অস্ত্র নিয়ন্ত্রণে অনেকাংশে কাজ দিয়েছিল এই চুক্তি।

ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণাকে রোববার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ মারাত্মক বিপজ্জনক পদক্ষেপ বলে উল্লেখ করে বলেছেন, ‘‌আমি নিশ্চিত আন্তর্জাতিক সমাজ এটা মেনে নেবে না এবং বিশ্বজুড়ে আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা হবে। রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করছে। আমেরিকা এভাবে ব্ল্যাকমেল করে ছাড় পেতে চাইছে। আমেরিকা যদি হিংস্রভাবে এবং একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যায় তাহলে আমাদেরও আর কোনো বিকল্প পথ থাকবে না সামরিক প্রযুক্তি জোরদার করা এবং প্রতিরোধী পদক্ষেপ নেয়া ছাড়া। কিন্তু আমরা এখনই এটা চাইছি না।’‌

ট্রাম্পের রাশিয়ার বিরু‌দ্ধে আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে রায়াবকোভ বলেছেন, রাশিয়া সব সময় পরমাণু চুক্তিকে সম্মান করেছে। কোনো কিছু লঙ্ঘন করেনি। বরং আমেরিকা অনেক শর্ত এবং নিয়ম লঙ্ঘন করেছিল যেগুলো আমরা ধৈর্যের সঙ্গে তুলে ধরে ওদের দেখিয়ে দিয়েছি।’‌

রোববারই মস্কো গেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। রায়াবকোভ বললেন, বোল্টনের সঙ্গে তিন দিন আলোচনা সারবে রাশিয়া। সেখানেই আমেরিকা কোন পথে এগোতে চাইছে সে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছেন রায়াবকোভ। তাহলেই রাশিয়া পরবর্তী পদক্ষেপ স্থির করবে, জানালেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী।

যু্ক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, রাশিয়া নভাটর ৯এম৭২৯ নামে পরিচিত নতুন ধরনের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর মাধ্যমে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ন্যাটো দেশগুলোতে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া প্রচলিত বাহিনীর বিকল্প হিসেবে এ ধরনের অস্ত্রকে অনেক সস্তা দেখছে।


আরো সংবাদ



premium cement