২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ছেলেকে নিয়ে উদ্বিগ্ন এক মায়ের 'হ্যাশট্যাগ হিম-টু'

পিটার হ্যানসন - সংগৃহীত

হ্যাশট্যাগ মি-টুর কথা এখন সবাই জানেন। যৌন নিপীড়নের শিকার মেয়েদের না বলা কাহিনী প্রকাশ করে দেয়ার এই সামাজিক মাধ্যমের আন্দোলন এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

কিন্তু হ্যাশট্যাগ হিম-টু? এটা আবার কি?

এটা শুরু করেছেন একজন আমেরিকান মা। তার উদ্বেগ, তার ছেলেকে নিয়ে এবং সেটা প্রকাশ করতেই টুইটারে এই হ্যাশট্যাগ শুরু করেছেন তিনি।

তার ভাষ্য, এই মি-টু আন্দোলন শুরু হওয়ার পরে তার ছেলে একজন আদর্শ তরুণ হয়েও কোনো মেয়েকে নিয়ে একা ডেটিংয়ে যেতে চাচ্ছে না। কারণ তার ভয়, কখন কোন মেয়ে তার নামে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে ফাঁসিয়ে দেয়।

'ব্লু স্টার নেভি মম থ্রি' নামে এই আমেরিকান মা তার ছেলের একটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, "এ হচ্ছে আমার ছেলে। সে স্নাতক, সে ইউ এস ও পুরস্কার পেয়েছে, স্কুলেও সে ছিল এক নম্বর। সে একজন ভদ্র ছেলে, মহিলাদের সম্মান করে। সে একা ডেট করতে যেতে চাচ্ছে না। বিপ্লবী ফেমিনিস্টরা হাতে কুড়াল নিয়ে বর্তমানে যে মিথ্যা যৌন অভিযোগের পরিবেশ তৈরি হয়েছে এটাই এর কারণ। আমি ভোট দিচ্ছি 'হিম-টু'।"

যুক্তরাষ্ট্রে সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে ব্রেট কাভানোর মনোনয়ন দেয়ার পর একাধিক নারী তার বিরুদ্ধে অনেক আগে করা যৌন নিপীড়নের অভিযোগ আনেন এবং তার ওপর সিনেটের শুনানি ব্যাপক আলোচনা-বিতর্ক তৈরি করে।

ব্লু স্টার নেভি মম থ্রি মনে করছেন, এসব অভিযোগ পরিবেশ বিষিয়ে তুলেছে। ছেলেরা মেয়েদের সাথে ডেটিং এ যেতে ভয় পাচ্ছে।

যাই হোক, ইন্টারনেটে এ নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা এবং বিদ্রুপাত্মক নানা টুইট।

এ নিয়ে এমলিন ক্রেনশ' নামে একজন একটি পেঙ্গুইনের সাথে ছবি তুলে লিখেছেন, "এটি আমার ছেলে, সে ওড়ার প্রতিযোগিতায় শেষ দিক থেকে দ্বিতীয় হয়েছে। সে আজ সাফল্যের সাথে একটি স্যামন মাছ গিলে খেয়েছে। সে একজন ভদ্রলোক যার নারী প্রাপ্য মিথ্যা যৌন হয়রানির অভিযোগের পরিবেশের মধ্যে সে একা ডেটিং-এ যেতে চায় না। সে মানসিকভাবে বিপর্যন্ত। হ্যাশট্যাগ হিম টু।"

ইন্টারনেটে এ নিয়ে হৈচৈ শুরু হওয়ার পর ফ্লোরিডার সেই আলোচিত ছেলে,- যার নাম পিটার হ্যানসন - তার মনে হয় ব্যাপারটা থামাতে তার নিজেরই কিছু বলা দরকার।

পিটার হ্যানসন বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, "আমি ডেটিংএ যেতে ভীত নই।"

তিনি বলেন, "আমার মা একটু বোকার মতো কাজ করেছে। এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না।"

বিবিসিকে তিনি বলেন, 'আমি যখন প্রথম দেখি, তখন আমি হতবাক হয়ে গেছি। কিন্তু আমরা সবাই আমাদের অভিভাবকদের পাগলামি কমবেশি দেখেছি।"

"তবে তিনি আমার মা, আমি তাকে ভালোবাসি। আমি চাই তাকে এ নিয়ে হেনস্তা করা না হয়।"

তিনি আহ্বান জানান ক্যান্সারের ব্যাপারে সচেতনতা বাড়াতে তার প্রয়াসে যোগ দিতে।

 

#মি টু ঝড়ে টালমাটাল বলিউড

অভিনেতা নানা পাটেকর, পরিচালক বিকাশ বহেল-এর পরে ‘সংস্কারী বাপুজি’ অলোক নাথ। #মিটু-র প্যান্ডোরার বাক্স খুলে গিয়ে এই পর্বে সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে যতগুলো নিগ্রহের অভিযোগ উঠছে, তার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক অভিযোগ অলোকের বিরুদ্ধেই। একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠছে তার নামে।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজের লেখক-প্রযোজক বিনতা নন্দা আগের দিন তার ফেসবুক পোস্টে দু’দশক আগে তার উপরে যে নির্যাতন হয়েছিল, তা সবিস্তার লিখেছেন। অলোক নাথের নাম না করে সেখানে শুধু ‘সংস্কারী’ অভিনেতা বলা ছিল। পোস্টটি ভাইরাল হতে দেরি হয়নি। এ দিন সংবাদ সম্মেলনে অলোকের নামও নেন বিনতা।

প্রবীণ অভিনেতাটি পরে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘‘বিষয়টি স্বীকার বা অস্বীকার, কিছুই করছি না! ধর্ষণ নিশ্চয়ই হয়েছে। কিন্তু অন্য কেউ তার জন্য দায়ী।’’

বিনতার পোস্ট বলছে, বিনতারই লেখা টিভি সিরিজ ‘তারা’য় সহ-অভিনেত্রীকে লাগাতার নিগ্রহ করছিলেন অলোক। বিনতা তখন অলোককে ওই সিরিজ থেকে বাদ দেন। তার পর থেকেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়। প্রথমত অলোককে ফেরাতে চাপ আসতে থাকে, দ্বিতীয়ত বিনতার কাজের সুযোগ কমতে থাকে।

বিনতা লিখেছেন, কাজের স্বার্থে তাকে অলোকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছিল। অলোকের বাড়ির এক পার্টিতে সম্ভবত তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দেয়া হয় বলে অভিযোগ। অস্বস্তি বোধ করায় পার্টি থেকে বেরিয়ে বিনতা একাই বাড়ি ফিরছিলেন। ‘‘মাঝপথে অলোক গাড়ি নিয়ে হাজির। বললেন, বাড়িতে নামিয়ে দেবেন। এর পর শুধু মনে আছে, আমার মুখে মদ ঢালা হচ্ছে আর উপর্যুপরি ধর্ষণ করা হচ্ছে। ঘুম ভাঙল পর দিন বিকেলে। যন্ত্রণায় বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না।’’

রুজির টানে অলোকের আরো একটি সিরিজ লেখার কাজ করেন। তখনও অলোক তাকে ফের ধর্ষণ করেন বলে দাবি বিনতার। তার অভিযোগ আজ আরো পোক্ত হয়ে গেছে ‘তারা’ সিরিজের অভিনেত্রী নবনীত নিশান মুখ খোলায়। অলোকের নাম তিনি নেননি, কিন্তু বিনতাকে সমর্থন করে বলেছেন, টিভি সিরিজের শুটিংয়ে চার বছর ধরে হেনস্থা সহ্য করেছিলেন তিনি নিজে। তার পরে সহ-অভিনেতাকে চড় মেরে বিষয়টিতে ইতি টানেন।

‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিন্টা) অলোককে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিনতা খুশি যে, বছর কয়েক আগেও যখন তিনি মুখ খুলেছিলেন, তখন কেউ নড়ে বসেনি। আজ পরিস্থিতি বদলেছে, এটাই লাভ। নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগেও অভিনেত্রী তনুশ্রী দত্তের বিবৃতি রেকর্ড করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্র মহিলা কমিশন নানা, নৃত্যপরিচালক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি, পরিচালক রাকেশ সারংকে নোটিশ পাঠাচ্ছে। এ দিনই ‘স্ত্রী’ ছবির অভিনেত্রী ফ্লোরা সাইনি শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন প্রযোজক গৌরাঙ্গ দোশির বিরুদ্ধে। ফ্লোরার দাবি, ‘‘এক বছর নিগ্রহ সহ্য করে ভাঙা চোয়াল আর ক্ষতবিক্ষত মন নিয়ে ফিরেছি।’’ আঘাতের ছবিও দিয়েছেন ফেসবুকে।


আরো সংবাদ



premium cement
৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী সাকিবকে ডিপিএলে চান বিসিবি প্রধান নির্বাচক কাতারের সাথে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনে এফবিসিসিআইয়ের চুক্তি টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল

সকল