২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আলোচিত সেই জ্যাকেট নিয়ে মুখ খুললেন মেলানিয়া

আলোচিত সেই জ্যাকেট পরিহিত মেলানিয়া ট্রাম্প - ছবি : সংগ্রহ

এ বছরের জুন মাসে হঠাৎ করেই সংবাদ মাধ্যমের আলোচনায় আসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের গায়ের একটি জ্যাকেট।টেক্সাসের অভিবাসী আটক কেন্দ্রে বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা অভিবাসী শিশুদের দেখতে যান মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আইনের কঠোরতার কারণে ওই শিশুদের আলাদা করা হয়েছিলো অভিভাবকদের কাছ থেকে। ওই ঘটনা ব্যাপক আলোড়ন তুলে ছিলো বিশ্বে।

অভিবাসী আটক কেন্দ্রে যাওয়ার সময় মেলানিয়ার গায়ে ছিলো হালকা সবুজ রংয়ের একটি জ্যাকেট, যেটির পিছনে লেখা ছিলো ‘আমি সত্যিই পরোয়া করি না... তোমরা করো?’ সে সময় অনেকেই ধারণা করেছিলো ট্রাম্পের অভিবাসী আইনকে উদ্দেশ্য করে এই ‘ডোন্ট কেয়ার’ মেসেজ লিখেছিলেন মেলানিয়া। তবে সম্প্রতি মেলানিয়া নিজেই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে।

ঘটনাটি গত জুন মাসের। প্রেসিডেন্ট ট্রাম্প যখন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোরতার নামে অভিবাসী শিশুদের পরিবার-বিচ্ছিন্ন করে চলেছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সেই সময়েই টেক্সাসে অভিবাসী আটককেন্দ্র পরিদর্শনে যান। টেক্সাসের বিমানে চড়ার সময় তার গায়ে থাকা একটি জ্যাকেট ব্যাপক আলোড়ন তুলেছিলো সেসময়। ওই জ্যাকেটে লেখা ছিল- ‘আমি সত্যিই পরোয়া করি না... তোমরা?’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সে সময় মেলানিয়ার জ্যাকেটের ওই ভাষ্য নিয়ে সরগরম হয়ে ওঠে। তবে মুখপাত্র স্টেফানি গ্রিশামের মাধ্যমে মেলানিয়া তখন দাবি করেছিলেন, তিনি কোনও বার্তা দিতে চাননি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় দাবি করেছিলেন, তার স্ত্রী জ্যাকেটের ভাষ্যের মধ্য দিয়ে ‘ফেক নিউজ মিডিয়ার প্রতি বার্তা’ দিয়েছেন। টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘মেলানিয়ার জ্যাকেটের পেছনে লেখা এ বার্তাটি ফেক নিউজ মিডিয়াকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে। মেলানিয়া বুঝে গেছেন তারা কতটা অসৎ এবং সে সত্যিকার অর্থেই আর তাদের পরোয়া করে না!’

ট্রাম্পের বিরুদ্ধে সরব মার্কিন মিডিয়াকে প্রায়ই ‘ফেক নিউজ’ মিডিয়া হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট। নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের নানা কর্মকাণ্ড নিয়ে সরব মার্কিন মিডিয়া, যেটা একদমই সহ্য করতে পারছেন না প্রেসিডেন্ট। তাই তিনি মিডিয়াকে ফেক নিউজ মিডিয়া আখ্যা দেন প্রায়ই।

এবার সেই ঘটনার প্রায় চার মাস পর মেলানিয়া জানালেও ওই সময় ট্রাম্পের দাবিই সঠিক ছিলো। ওই জ্যাকেটের মাধ্যমে তিনি স্বামীর পদক্ষেপের অভিবাসন নীতির বিপক্ষে নয়, বরং তার পাশেই দাড়িয়েছিলেন। সম্প্রতি আফ্রিকা সফরের সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে একটি দীর্ঘ সাক্ষাৎকারে দিয়েছেন মেলানিয়া। সেখানে তিনি দাবি করেছেন, জ্যাকেটের ওই ভাষ্যের মধ্য দিয়ে ‘বামপন্থী মিডিয়া’ আর সমালোচকদের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে চালানো আটক অভিযান ও মামলার জেরে এ বছরের মে মাস থেকে জুন পর্যন্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারেরও বেশি শিশু। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকা লোকদের আটক করা হয়, আর তাদের সঙ্গে থাকা শিশুদের নেয়া হয় পৃথক আশ্রয় কেন্দ্রে। ট্রাম্পের নেওয়া এ কঠোর নীতির বিরুদ্ধে সে সময় সোচ্চার হয়েছিলেন
মেলানিয়াও। 

সে সময় একদিন আটক অভিবাসী শিশুদের দেখতে টেক্সাসে যান মার্কিন ফার্স্ট লেডি। বিমানে ওঠার সময় তার গায়ে দেখা যায় একটি জ্যাকেট। আর তার পেছনে বড় বড় অক্ষরে লেখা-‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ (সত্যিই আমি পরোয়া করি না। তোমরা করো কী?)। আর এই ছবিটি প্রকাশ হওয়ার পর এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেলানিয়াদাবি করেন, ‘হ্যাঁ, জ্যাকেটটির মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। অবশ্যই আমি জ্যাকেটটি শিশুদের জন্য পড়িনি। বিমানে ওঠার সময় ও বিমান থেকে নামার সময় আমার গায়ে জ্যাকেটটি ছিল। আমার সমালোচনাকারী মানুষ ও বামপন্থী সংবাদমাধ্যমগুলোর জন্য এ বার্তা দেওয়া হয়েছে। তাদের দেখাতে চেয়েছি, আমি তাদের পরোয়া করি না। আপনারা যা খুশি সমালোচনা করতে পারেন, বলতে পারেন। কিন্তু এর মধ্য দিয়ে আমাকে যে কাজটি ঠিক মনে করব তা করা থেকে বিচ্যুত করা যাবে না।’

মেলানিয়া আরও বলেন, ‘আমি প্রায়ই নিজেকে নিজে প্রশ্ন করি, যদি আমি ওই জ্যাকেট না পরতাম, তবে কি আমি সংবাদমাধ্যমে এতো বেশি আলোচনায় আসতাম? আশা করব, আমি কী পোশাক পরছি তার চেয়ে আমি কী কাজ করছি তার ওপর তারা গুরুত্ব দেবে।’


আরো সংবাদ



premium cement