১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এবার টয়লেট পেপার জড়িয়ে হাসির খোরাক ট্রাম্প

এবার টয়লেট পেপার জড়িয়ে হাসির খোরাক ট্রাম্প - ছবি : সংগৃহীত

ক্ষমতার নিরিখে তিনিই বিশ্বে পয়লা নম্বর ব্যক্তি৷ প্রভাব প্রতিপত্তিও আর কারো থেকে কম নয়৷ তবুও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘তামাশা’ কিছুতেই কমছে না৷ যৌনকর্মীর সঙ্গে সেলফি, কিম্বা অশালীন ইঙ্গিত করে বারংবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার, পায়ে টয়েলট পেপার জড়িয়েই বিমানে ওঠার ১৮ সেকেন্ডের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ টুইটার, ফেসবুকে ঘুরছে এই ভিডিও৷

মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক টুকরো টয়লেট পেপার পায়ে জড়িয়ে দিব্বি এয়ারফোর্স ওয়ানে উঠে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট৷ বাঁ পায়ের জুতোয় জড়ানো লম্বা সাদা রঙের টয়লেট পেপার৷ বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে অনুগামীদের হাত নেড়ে বিদায়ও জানান তিনি৷ মিনেপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে রাখেন তারই অনুগামীরা৷

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরাও পেয়ে যান ‘হাসি-ঠাট্টা’র নয়া খোরাক৷ তবে, ট্রাম্পের ভিডিওটিতে টয়লেট পেপার বলে চালানো হলেও, সাদা রঙের কাগজটি আদৌ টয়লেট পেপারই কি না তা স্পষ্ট নয়৷ প্রশ্ন উঠছে প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পায়ে টয়লেট পেপার লেগে আছে দেখেও কেন নিরাপত্তা কর্মীরা কিছুই জানালেন না?

তবে, এটাই প্রথম নয়, বিমানে ওঠার আগে ট্রাম্প এর আগেও একাধিকবার বিড়ম্বনায় পড়েছিলেন৷ গত ফেব্রুয়ারিতেই বিমানে ওঠা মাত্রই হাওয়ায় তার চুল ওড়ার একটি দৃশ্যও ভাইরাল হয়ে পড়ে৷ তার আগে বিমানে ওঠার আগে স্ত্রীর হাত ধরা নিয়েও চূড়ান্ত বিভ্রান্তি দেখা দেয়৷

এশিয়া সফরের শুরুতে জাপানে পম্পেও
আলজাজিরা

তিন দিনের পূর্ব-এশিয়া সফরের প্রথম দিনে জাপান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিন দিনের সফরে জাপান, উত্তর কোরিয়া, চীন ও দক্ষিণ কোরিয়াও যাবেন তিনি। সফরে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে তিন দেশের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার। 

গতকাল শনিবার টোকিওতে পৌঁছেছেন পম্পেও। সেখানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো কনোর সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে তাদের নীতিমালা বিষয়ে বৈঠক করবেন পম্পেও। 
জাপানের সফর শেষের পর উত্তর কোরিয়া যাবেন পম্পেও। এরপর যাবেন দক্ষিণ কোরিয়া ও সবশেষে যাবেন চীনে। 

শুক্রবার পম্পেও তার সফর নিয়ে বলেন, তার মিশন হচ্ছে এটা নিশ্চিত করে বোঝা যে প্রত্যেক পক্ষ সত্যিকারে কী অর্জন করতে চায় আর যুক্তরাষ্ট্র তা সিঙ্গাপুরে করা প্রতিশ্রুতির বিরুদ্ধে না গিয়ে কিভাবে সরবরাহ করতে পারবে। 

উল্লেখ্য, এই বছরের জুনে সিঙ্গাপুরে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। বৈঠক শেষে একটি চুক্তিতেও স্বাক্ষর করেন তারা। তবে তাতে নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল