২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাইওয়ান-চীন সম্পর্ক অস্থিতিশীল করে তোলার জন্য চীনকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

-

তাইওয়ান-চীন সম্পর্ক অস্থিতিশীল করে তোলার জন্য যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে দায়ী করেছে।

বেইজিংয়ের পক্ষে অবস্থান নিয়ে তাইপের সাথে এল সালভাদর কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটাবে চলতি সপ্তাহে এমন ঘোষণা দেয়ার পরে ওয়াশিংটন ‘তাইওয়ান-চীন সম্পর্ক’ অস্থিতিশীল করে তোলার জন্য বেইজিংকে অভিযুক্ত করলো। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ান-চীন সম্পর্ক অস্থিতিশীল করার এবং পশ্চিম গোলার্ধে রাজনৈতিক হস্তক্ষেপের চীনা নীতির বিরোধীতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’

মঙ্গলবারের ঘোষণার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরো বলা হয়, ‘এই সিদ্ধান্ত কেবলমাত্র এল সালভাদরকে ক্ষতিগ্রস্ত করবে না এটি পুরো আমেরিকা অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। এরফলে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সাথে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা পুনর্ব্যক্ত করে।


আরো সংবাদ



premium cement