২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইমপিচ করলে অর্থনীতি ভেঙে পড়বে : ট্রাম্পের হুঁশিয়ারি

ইমপিচ করলে অর্থনীতি ভেঙে পড়বে : ট্রাম্পের হুঁশিয়ারি -

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বলে হুঁশিয়ারি দিয়েছেন যে তাকে ইমপিচ বা অভিশংসন করার যেকোনো চেষ্টা হলে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স অ্যাণ্ড ফ্রেন্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে যদি ইমপিচ করা হয় তাহলে শেয়ার বাজারে বিপর্যয় নেমে আসবে এবং ''সবাই খুব গরিব হয়ে যাবে''।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট তার নিজের ইমপিচমেন্টের সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি বললেই চলে। তবে এই সাক্ষাৎকারেও তিনি দাবি করেছেন, তার ভাষায় যে ''দারুণ কাজ'' করছে তাকে তুমি কিছুতেই ইমপিচ করতে পারো না।

ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোয়েন নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগে নিজের দোষ স্বীকার করার পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।

কোয়েন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তিনি কাজ করেছিলেন।

তবে সংবাদদাতারা বলছেন নভেম্বরে মধ্য-মেয়াদের নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিপক্ষরা তাকে ইমপিচ করার চেষ্টা করবেন বলে মনে হয় না।

কেন ট্রাম্প বলছেন বাজারে ধস নামবে?
ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "যে দারুণ কাজ করছে তাকে কেন ইমপিচ করা হবে সেটা আমি বুঝতে পারছি না।''

"আমি বলে রাখছি আমাকে যদি কখনো ইমপিচ করা হয়, বাজারে ধস নামবে, সবাই দারুণ গরিব হয়ে যাবে।''

নিজের মাথার দিকে দেখিয়ে ট্রাম্প বলেন, ''এর কারণ- এই যে মাথাটা- এই মাথাটা কাজ না করলে অর্থনীতিতে যেসব পরিসংখ্যান দেখবেন তা অবিশ্বাস্য হয়ে উঠবে।''

মাইকেল কোয়েন বলেছেন, ২০১৬র নির্বাচনী প্রচারণার সময় দুজন নারীর ''মুখ বন্ধ রাখার'' জন্য তিনি তাদের অর্থ দিয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, এই দুই নারীর একজন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস্ এবং অন্যজন প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগাল। এই দুই নারীই দাবি করেছেন ট্রাম্পের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক ছিল।

আদালতে শপথ নিয়ে কোয়েন বলেছেন, তিনি তাদের মুখ বন্ধ রাখতে অর্থ দিয়েছিলেন মি: ট্রাম্পের ''নির্দেশে'' এবং 'এর মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে প্রভাবিত করা''।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ওই দুই নারীকে অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণা বিধি লঙ্ঘন করা হয়নি।

তিনি বলেছেন, ওই অর্থ তিনি ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছিলেন, প্রচারণার জন্য বরাদ্দ অর্থ থেকে নয়। তবে এ বিষয়ে তিনি বলেন, তিনি জেনেছেন ''অনেক পরে''।

জুলাই মাসে কোয়েন একটি অডিও টেপ প্রকাশ করেন যেখানে নির্বাচনের আগে তিনি এবং ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে একটি পেমেন্ট নিয়ে আলোচনা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

কোয়েনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বানিয়ে বানিয়ে কাহিনি তৈরি করার অভিযোগ এনে বলেছেন, তিনি তার সাজা হালকা হতে পারে এই আশা থেকে এসব কথা সাজিয়েছেন।

দুই নারীকে অর্থ দেয়া কি নির্বাচনী আইনের লঙ্ঘন?

মুখ বন্ধ রাখার জন্য দেয়া অর্থ ''হাশ মানি''র কথা নির্বাচনী প্রচারণার সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে ওই অর্থ ট্রাম্পের ব্যক্তিগত সম্মানহানি ঠেকানোর জন্য দেয়া হয়েছিল নাকি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তার ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য দেয়া হয়েছিল?

আমেরিকান নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো আর্থিক লেনদেনের বিষয় নির্বাচন কমিশনকে জানানোর নিয়ম।

এই অর্থ নিয়ে ট্রাম্পকে যদি বিচারের মুখোমুখি করতে হয়, তাহলে সেটা সাধারণ আদালতে করা যাবে না, কারণ তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট। কিন্তু অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে কংগ্রেস তাকে বিচারের কাঠগড়ায় তুলতে পারে। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রমাণ করতে হবে যে নির্বাচনের কারণে তিনি কোয়েনকে ওই অর্থ দিয়েছিলেন।

 


আরো সংবাদ



premium cement
সংবাদ-রাজনৈতিক বিষয়বস্তু কমিয়ে দেয়ায় ফেসবুক নিউজ ট্যাব থাকছে না জুনের মধ্যে তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে : প্রতিমন্ত্রী চট্টগ্রামে জুতার কারখানায় আগুন সাকিবের প্রশংসায় পোথাস আদমদীঘিতে ২৩০ চালকল বন্ধ : বেকার ৭ হাজার শ্রমিক সাকিবে উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সকল