২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৩৯ লাশ উদ্ধারের ঘটনায় লরি চালকের বিরুদ্ধে হত্যা মামলা

-

ব্রিটেনে লরিতে ৩৯ লাশ পাওয়ার ঘটনায় লরি চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

বুধবার ভোররাতে এসেক্সের গ্রেইস থেকে ৩১ জন পুরুষ ও আট নারীর মৃতদেহ পাওয়ার পর লরির চালক মরিস রবিনসনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

অনিচ্ছাকৃত মানবহত্যা ছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে বলে এসেক্স পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইংল্যান্ডের চেশায়ারের ওয়ারিংটন এলাকা থেকে ৩৮ বছর বয়সী এক নারী ও পুরুষকে এবং উত্তর আয়ারল্যান্ড থেকে ৪৮ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই তিন জনই মানব পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।

বেলজিয়ামের জেব্রুগা বন্দর থেকে যুক্তরাজ্যের টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসা একটি হিমশীতল ট্রেইলারের ভেতর থেকে বুধবার ভোররাতে লাশগুলো পাওয়া যায়। এদের মধ্যে ভিয়েতনামি লোকজনই বেশি বলে ধারণা পুলিশের।


আরো সংবাদ



premium cement