২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পার্লামেন্ট অধিবেশন স্থগিত নিয়ে উত্তাল ব্রিটেন

-

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট অধিবেশন স্থগিত করার সিদ্ধান্তে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে দেশটির বিরোধীরা। দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এ নিয়ে। বুধবার জনসন রানী দ্বিতীয় এলিজাবেথকে অনুরোধ করেন পার্লামেন্ট অধিবেশন স্থগিত করার ঘোষণা দিতে। ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে বিরোধিতার কোনও সুযোগ এমপিদের দিতে চান না জনসন।

বিক্ষোভ ছাড়াও পার্লামেন্ট অধিবেশন স্থগিত করার বিরুদ্ধে আদালতে মামলা ও একটি অনলাইন পিটিশন দায়ের করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছে ১০ লাখের বেশি মানুষ।

যদিও সরকারি দল বলছে, ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত ঘোষণা করা হলেও ব্রেক্সিট নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিস-মগ এর বিরুদ্ধে বিক্ষোভকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তার দাবি পার্লামেন্ট স্থগিত করা যৌক্তিক ও সংবিধান সম্মত সিদ্ধান্ত।

অন্য দিকে এই সিদ্ধান্তের কারণে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ এমপি লর্ড ইয়াং। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এই সিদ্ধান্ত পার্লামেন্টের মৌলিক গুরুত্বকে কমিয়ে দেবে।

এছড়া স্কটল্যান্ডের কনজারভেটিভ নেতার পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুথ ডেভিশন।


আরো সংবাদ



premium cement