২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আরব আমিরাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের পথে এরদোগান

- ছবি : সংগৃহীত

ইসরাইলের সাথে বিতর্কিত চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে পারে তুরস্ক। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তুরস্ক তার রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে আনতে পারে বলেও জানা গেছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, আরব আমিরাতের এমন “প্রতারণাপূর্ণ আচরণ” ইতিহাস কখনো ক্ষমা করবে না।

ফিলিস্তিনি নেতারা এই চুক্তিকে তাদের “পিঠে ছুরিকাঘাত” বলে নিন্দা করেছেন।

এরদোগান বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে কোন ধরণের পদক্ষেপই বরদাস্ত করা হবে না। আমি তাকে (পররাষ্ট্র মন্ত্রী) বলে দিয়েছি হয় আবু ধাবির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থগিত থাকবে অথবা আমাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনব।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আরব আমিরাত এ চুক্তিতে অংশগ্রহণ করে। এর আগে ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সাথে চুক্তি করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। আল জাজিরা।


আরো সংবাদ



premium cement