২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের নির্বাচনের ব্যাপারে এরদোগানের প্রত্যাশা

পাকিস্তানের নির্বাচনের ব্যাপারে এরদোগানের প্রত্যাশা - সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমি আশা করি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন পাকিস্তানের জনগণের কল্যাণে কাজ করবে।

এরদোগান বলেন, পাকিস্তান ও তুরস্কের মধ্যেকার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন ঐতিহাসিকভাবে উৎপত্তি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরো শক্তিশালী উপায়ে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা হবে।

তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএলএল-এন) এর শীর্ষ নেতা শাহবাজ শরীফের প্রচেষ্টার প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। একটি চিঠিতে এরদোগান পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে তার ‘ভাই’ হিসেবে সম্বোধন করেছেন।

চিঠিতে এরদোগান বলেন, ‘পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ শেষ সম্পর্কিত চিঠির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আপনার পাঁচ বছর দায়িত্ব পালনকালে তুরস্ক ও পাঞ্জাব প্রদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে আপনার প্রচেষ্টার প্রশংসা করছি।


আরো সংবাদ



premium cement