২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুর্কি নারীকে মুক্তি দিল ইসরাইল

তুরস্কের নাগরিক ইব্রু ওজকান। - সংগৃহীত

ফিলিস্তিনের জেরুজালেম থেকে গ্রেফতার করা তুরস্কের অধিবাসী নারী ইব্রু ওজকানকে কারাগার থেকে মুক্তির আদেশ দিয়েছেন ইসরাইলের আদালত। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। খবর ডেইলি সাবাহ’র।

২৭ বছর বয়সী তুর্কি নারী ভ্রমণ ভিসায় জেরুজালেম গিয়ে ফিলিস্তিনিদের ও হামাসকে সহায়তার অভিযোগে গত ১১ জুন ইব্রু ওজকানকে গ্রেফতার করেছিল ইসরাইলের নিরাপত্তা বাহিনী। বুধবার ইসরাইলের একটি সামরিক আদালতে শুনানি শেষে তাকে কারামুক্তির আদেশ দেয়। তবে জামিনের জন্য ১৫ হাজার ইসরাইলি সেকেল (৪ হজার ১২৫ ডলার) জামানাত রাখা হয়।

ইব্রু ওজকানকে কারামুক্তির আদেশ দেয়া হলেও তাকে ইসরাইলের বাইরে যেতে দেয়া হবে না। এ জন্য তার পার্সপোর্ট জব্দ করে রাখা হয়েছে।

ইব্রা ওজকানের আইনজীবী ওমর খামেসা বলেন, তার বিরুদ্ধে অভিযোগে বলা হয় তিনি একজন হামাস সদস্যের কাছে মোবাইল ফোন চার্জার ও মানি ট্রান্সফার করেছেন। কিন্তু তিনি তাদের পরিচয় জানতেন না। ইব্রা ওজকানের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাসের কাছে ৫ বোতল পারফিউম দেয়ার অভিযোগও দায়ের করা হয়।

সাম্প্রতিক সময়ে ওজকানই শুধুমাত্র ইসরাইলি কতৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিক নয়। গত জানুয়ারিতে ওসমান হাজির নামে ৪৬ বছর বয়সী তুর্কি নাগরিকে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছ থেকে তুরস্কের পতাকাসহ সেলিফি উঠানোর সময় গ্রেফতার করা হয়।  

 

আরো দেখুন : ফিলিস্তিনি রোগীবাহী নৌকার সাইপ্রাস গমনে ইসরাইলের বাধা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কয়েকজন রোগী নিয়ে সাইপ্রাসের দিকে যাওয়ার সময় ওই নৌকার বহর আটকে দিয়েছে ইসরাইলের যুদ্ধজাহাজ। মঙ্গলবার গাজা থেকে সাইপ্রাসের দিকে রোগীবাহী নৌকার বহর পাঠিয়ে ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টা করা হচ্ছিল। ২০০৭ সালে ইসরাইল গাজার ওপর অবরোধ আরোপ করে এবং এর ফলে গাজার মারাত্মক অসুস্থ লোকজন বাইরের দেশে চিকিৎসা নিতে পারছে না। 

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, আটজন রোগী নিয়ে একটি নৌকা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং অবরোধ অব্যাহত রাখার জন্য সব ব্যবস্থা চালু থাকবে। তল্লাশির পর নৌকাটিকে ইসরাইলি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ইসরাইলি সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, আটজন রোগী নিয়ে একটি নৌকা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং অবরোধ অব্যাহত রাখার জন্য সব ব্যবস্থা চালু থাকবে। তল্লাশির পর নৌকাটিকে ইসরাইলি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ইসরাইলি সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালের দিকে গাজা উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল যাওয়ার পর একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহরের অন্য নৌকাগুলোর বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি অবরোধের কারণে গাজা থেকে ছয় নটিক্যাল মাইলের বেশি ভেতরে কোনো নৌকা বা জাহাজকে যেতে দেয়া হয় না।


আরো সংবাদ



premium cement