১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভোট দেয়ার পর যা বললেন এরদোগান

ভোট দিচ্ছেন রজব তাইয়েব এরদোগান - ছবি : আনাদোলু

তুরস্কে একযোগে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকালে ইস্তাম্বুলের একটি কেন্দ্রে ভাট দিয়েছে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এসময় তার সাথে ভোট দিতে আসেন ফার্স্টলেডি আমিনা এরদোগান। ইস্তাম্বুলে জন্ম ও বেড়ে ওঠা এরদোগানের। জাতীয় রাজনীতিতে আসার আগে এই নগরীর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক দিন। এখন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য তার বসবাস রাজধানী আঙ্কারায় হলেও, ইস্তাম্বুলেরই ভোটার তিনি। ভোট দেয়ার সময় পরিবারের আরো কয়েকজন সদস্যও তার সাথে ছিলেন।

শনিবার সকালে ইস্তাম্বুলের উসকুদার এলাকার সাফেত সেবি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। ভোট দেয়া পর এরদোগান সাংবাদিকদের জানান, সর্বোচ্চ সংখ্যক ভোট পড়বে বলে তিনি আশাবাদী। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আসার এই হার বলে দিচ্ছে তুরস্কের গণতন্ত্র কতটা অগ্রসর হয়েছে এবং এখানকার গণতন্ত্র কতটা পরিপক্ক হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বিপ্লব উপভোগ করছে তুরস্ক।’

এরপর তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই নির্বাচনের পর নতুন যে সরকার পদ্ধতি চালু হবে তার মাধ্যমে সমসাময়িক সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে পৌছতে সক্ষম হবে তার দেশ।
নির্বাচনের পর আরো কয়েক ঘণ্টা ইস্তাম্বুলে অবস্থান করার পর তার রাজধানী আঙ্কারায় ফিরে যাওয়ার কথা। তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল পাঁচটা (বাংলাদেশ সময় রাত আটটা) পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

আরো পড়ুন :  নির্বাচিত হলে যে ক্ষমতা পাবেন এরদোগান
প্রেসিডেন্ট পদে লড়ছেন এরদোগান। তবে এবার সময় একটু অন্যরকম। ভোটের মাধ্যমে অনুমোদিত প্রেসিডেন্টের জন্য বেশ কিছু নতুন ক্ষমতা বলবৎ হবে। এ নির্বাচনে এরদোগানের জেতার সম্ভাবনা রয়েছে। পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে যে ক্ষমতা পাবেন এরদোগান-

১. মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নিয়োগ দেয়ার ক্ষমতা ২. দেশের আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ করার ক্ষমতা ৩. জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা এছাড়া প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করতে পারবেন তিনি।

নির্বাচনে ছয়জন প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন। কেউ যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তিনিই প্রেসিডেন্ট হবেন। তবে কেউই যদি ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারেন, ৮ জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে।

এবারের তুরস্কের নির্বাচন মূলত দুটি জোটে বিভক্ত হয়ে পড়েছে। একটি পিপলস অ্যালায়েন্স। এখানে আছে এরদোগানের একে পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ও গ্রেট ইউনিটি পার্টি। অপরটি ন্যাশনাল অ্যালায়েন্স। এছাড়া চারটি দল আছে- শক্তিশালী রিপাবলিকান পিপলস পার্টি, ফ্যালিসিটি পার্টি, আই পার্টি ও ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনে একটি বড় সুবিধা হল, এরদোগান পিপলস অ্যালায়েন্সের একক প্রার্থী। অন্যরা নিজ নিজ পার্টি থেকে দাঁড়িয়েছেন। রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী মুহাররেম ইন্সে এরদোগানের জন্য হুমকি হতে পারেন।

এই মুহূর্তে এরদোগানের পক্ষে-বিপক্ষে ৫৫-৪৫ শতাংশ। গত নির্বাচনেও তিনি সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তাই সঙ্গত কারণেই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাবে, এরদোগান ও তার আন্তর্জাতিক পলিসি থাকবে, না নুতনভাবে অন্য কিছু হবে। অনেক জেনারেল, পুলিশ অফিসার, সিভিল সার্ভিসের লোকজন ও সাধারণ সরকারি কর্মচারী দেশ ছেড়েছেন। তাদের শক্তি কতটুকু তাও পরিস্ফুট হবে এই নির্বাচনে, মানুষ ইসলাম না সেকুলারিজম চায় তাও নির্ধারিত হবে এবার।

দেশের মানুষ কি সত্যিই পরিবর্তন চায়, তার ভোট হবে এবার। এরদোগান ও তার দল আবার নির্বাচিত হলে তুরস্কে নতুন সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হবে। দেশে ইসলামিকায়ন অভিযান জোরদার হবে। এরদোগান চান, তার রাজনৈতিক কর্মসূচি সঠিক কিনা, তা জনগণ চূড়ান্তভাবে নিরূপণ করুক। অবশ্য জনগণ এপ্রিল ২০১৭ সালে রেফারেন্ডামের মাধ্যমে তার প্রতি সমর্থন দিয়েছিলেন।

এরদোগান ভিশন ২০২৩-এর রূপরেখা দিয়েছেন। তিনি বিশ্বের সেরা ১০টি আর্থিকভাবে সমৃদ্ধ দেশের মধ্যে স্থান করার ঘোষণা দিয়েছেন। এই প্রস্তাবে যোগাযোগ, কৃষি, জ্বালানি ও স্বাস্থ্য খাতে ইতিমধ্যে প্রচুর উন্নয়ন হয়েছে। আর মাত্র পাঁচ বছরের মধ্যে প্রতিশ্র“ত উন্নয়ন কর্মসূচি শেষ করতে চান। বিরোধী দল এরূপ বিস্তারিত কোনো উন্নয়ন কর্মসূচি দিতে পারেনি।    


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল