২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুর্কি বিমান হমলায় ৬ পিকেকে সন্ত্রাসী নিহত

তুর্কি বিমান হমলায় ৬ পিকেকে সন্ত্রাসী নিহত। - সংগৃহীত

উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬ পিকেকে ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জনিয়েছে তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে)। বুধবার টিএসকের দেয়া বিবৃতি অনুযায়ী, ১৬ টি সন্ত্রাসবাদী লক্ষ্যমাত্রা ধ্বংস করা হয়। খবর আনাদেলু এজেন্সি।

 উত্তর ইরাকি অঞ্চলের হাকুরুকের গারা, মেটিনা, জাপ, কান্দিল ও আওসিন-বেসিয়ান অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পিকেকে তুরস্কের সাথে কয়েক দশক ধরে রক্তাক্ত অভিযান চালিয়েছে আসছে। পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ।

পিকেকে জুলাই ২০১৩ সালে সশস্ত্র অান্দোলন শুরু করে। সেই সময় থেকে পিকেকের আক্রমণে নারী ও শিশু সহ প্রায় ১,২০০ নিরাপত্তা কর্মী ও বেসামরিক লোকের মৃত্যুর জন্য দায়ী করা হয়। প্রায় ৪ হাজারের অধিক নিরাপত্তা কর্মী এবং ২ হাজার জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement