২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাবাড়

-

গত পরশু দিন, এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে হাজিরা দিতে গিয়েছিলাম। সাথে নিয়ে গিয়েছিলাম ঝাক্কাসদাকে। বিয়ে বাড়িটিতে ছিল ধুমধাম পরিবেশ। সবাই ব্যস্ত বিয়ে নিয়ে। বিশেষ করে বিয়ে বাড়িতে আসা মহিলারা আর তরুণীরা ব্যস্ত হিন্দি রিমেক্স গানের তালে নাচ নিয়ে। আমিতো মন্ত্র মুগ্ধ হয়ে এসব উপভোগ করছিলাম। কিন্তু বিরক্ত হলেন ঝাক্কাসদা। তিনি আমার হাত টেনে ধরে বললেন, চল ইমরান চল।
- মাত্রইতো আসলাম। এখনই চলে যাবো?
- থেকে কী হবে?
- কত সুন্দর নাচ হচ্ছে দেখতেছ না? এগুলো কী টিকিট কেটে দেখতে পারবা?
- এটাকে নাচ বলে না। নাশকতা বলে।
- কে বলছে তোমারে? এসব জ্ঞান পাও কই থেকে?
- ধানক্ষেত থেকে তুলে এনে ফ্রিজে জমিয়ে রেখে পাই।
আমি কোনো জবাব দিলাম না। ঝাক্কাসদা আমার উত্তরের অপেক্ষা না করে আবার বললেন, এদের নাচ দেখে তো মনে হচ্ছে না মানুষ নাচতেছে।
- তাহলে কে নাচতেছে? এলিয়েন!
- নাহ। এদের নাচ দেখে মনে হচ্ছে কখনো টিকটিকি নাচছে। কখনো নাচছে খেকশিয়াল।
- আমি জানি দাদা তুমি ওভাবে নাচতে পারো না বলে তোমার হিংসে হচ্ছে! তাইতো যা তা বলে বেড়াচ্ছ।
- হিংসে করছি না। তুই কী জানিস বিয়ে বাড়িতে এসে মেহমানরা এভাবে নাচানাচি করে কেনো?
- তোমার কাছে বিজ্ঞান সম্মত কোনো যুক্তি আছে?
- হ্যাঁ আছে দেখেইতো বলছি।
- কী সেটা?
- নাচার ঢঙে এরা ফিজিক্যাল এক্সারসাইজ করে নেয়। যেন খুদাটা বেশি লাগে। পেট ভরে পোলাও গোশত খেয়ে যেতে পারে।

ঝাক্কাসদার কথাই শেষমেষ সত্য হয়েছিল। যাদেরকে নাচানাচি করতে দেখেছিলাম। তারাই খাবার টেবিলে নিঃশব্দে দু-তিন প্লেট পোলাও গোশত সাবাড় করে দিয়েছিল।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল