২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাঁটা দিয়ে কাঁটা তোলা

-

এখন আর গরম দিয়ে নয় শীত দিয়েই শীত দমন করা যাবে এমন প্রযুক্তি বের হয়ে গেল। সে জন্য যা যা করতে হবেÑ
হ লেপ বা কম্বল ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে নিতে হবে।
হ খাবার পানি ফ্রিজে রেখে দিতে হবে।
হ ফ্লোরে একটা পলিথিন বিছিয়ে ঘুমিয়ে পড়তে হবে
হ গোছল করার সময় বালতির পানিতে বরফ মিশিয়ে নিতে হবে।
হ সোয়েটার বা জ্যাকেটের বদলে হাতা কাটা স্টাইলিশ জামা পরতে হবে।
হ যথাসম্ভব ঢোলা পায়জামা বা প্যান্ট পরিধান করতে হবে।
হ এসির তাপমাত্রা যথাসম্ভব কমিয়ে নিতে হবে।
হ সর্বোপরি শরীরে শীত লাগছে বলেই অনুভূতি রাখতে হবে।

 

 


আরো সংবাদ



premium cement