২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
শফিকুল ইসলাম শফিক

মগের মুলুক

-


চিন্তা কী আর টাকাই নীতি
মস্ত অফিসার
মাথা ভরা বুদ্ধি আছে
চাই না নিতে ধার।

আমার ডরে মাথা নোয়ায়
কেউ খোলে না মুখ
নামীদামি ফাটে থাকি
বিরাজ করে সুখ।

গয়না দিয়ে বউ সাজানো
রোদ লাগে না গায়
উঁচু ঘরের মেয়ে সেও
পিলে চমকে যায়।

ব্যাংকে টাকা কোটি কোটি
সুদও ম্যালা পাই
একটা টাকা হিসাব নেবার
সাধ্য কারো নাই।

কোটি টাকার গাড়ি আছে
চলতে আরাম খুব
আর কী লাগে এই জীবনে
গহিন সুখে ডুব।

বিলাস বহুল জীবন আমার
সবাই খবর নেয়
যেদিকে যাই উচ্চস্বরে
সবাই সালাম দেয়।

রাজার মতো চলন-বলন
রাজ্যে ভীষণ জোর
আমার চোখে সবাই প্রজা
কাটে না তার ঘোর।

পুরো অফিস কথা শোনে
খাচ্ছি বসে ঘুষ
কে বলে না মানুষ আমি
আছে আমার হুঁশ!

 


আরো সংবাদ



premium cement