২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পুরুষের জীবনচক্র

-

ফুটফুটে এক খোকন সোনা দুনিয়াতে এলে
দুঃখ কষ্টের সব অবসান মা-বাবাদের মেলে।
ধীরে ধীরে বাড়ে খোকন খেলে নানান খেলা
নিয়ম মেনে পড়ে এখন সকাল-সন্ধ্যা বেলা।

দিনে দিনে খোকন যখন ওঠে আরো বেড়ে
শাসন বারণ সবকিছু তার নিতে থাকে কেড়ে।
বিদ্যালয়ের শেষে যখন কলেজ হলো শুরু
নিজকে ভাবে উড়াল পাখি ক্যাম্পাসেরই গুরু।

খুব বেশি নয় অল্প দিনে বাড়তে থাকে চাপও
চাকরি পাবার জন্য ঠিকই করে সে দৌড়ঝাঁপও।
চাকরি না হয় ব্যবসা করে কিংবা বিদেশ পাড়ি
অবশেষে লাল শাড়িতে আসে যে এক নারী।

কাঁধে আসে দায়িত্বটা বাড়ে অনেক কাজ
খোকন সোনা বাবা হয় দায়িত্ববান আজ।
সকাল বিকাল ছুটতে থাকে পেছন পেছন টাকার
দিনে দিনে বাড়ে ঠিকই খরচেরও আকার।

বয়স যতই বেড়ে চলে চাহিদাটাও বাড়ে
পকেট খালি? মলিন সবাই- ঠিকই নজর কাড়ে
অবসরে যাওয়ার পরেই সবাই কেমন কেমন
আদর সোহাগ বিলুপ্ত প্রায় আগে ছিল যেমন।

খোঁজ না নিয়ে যাচ্ছে সবাই খাচ্ছে কোরমা ফিন্নি
সবার সাথে তাল মিলিয়ে বিমুখও হয় গিন্নি।
ঘরের কোণে থাকতে যে হয় পদার্থটা জড়
সবকিছু আজ স্বপ্ন যেন আগে ছিল বড়।

প্রতিদিনই গুনতে থাকে আসবে কবে ডাক
করে দোয়া তোরা সবাই মহাসুখে থাক।
হঠাৎ করেই ডাক এসে যায় সব কিছু ছেড়ে
জীবন প্রদীপ নিভে গেলে জ্বালাবে তা কে রে?

সহজ সরল পথটা কেন হয় যে এমন বক্র
কালে কালে প্রায় পুরুষের এমন জীবনচক্র!


আরো সংবাদ



premium cement