২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আমার বন্ধু

-

আমার বন্ধু খুব মেধাবী
শেখান ন্যায়ের মন্ত্র
কিন্তু সুযোগ একটু পেলে
গড়েন পকেট তন্ত্র!

আমার বন্ধু ন্যায়পরায়ণ
মনটা যে তার উচ্চ
স্বার্থে আঘাত লাগলে একটু
সব করে দেন তুচ্ছ!

আমার বন্ধু সহজ-সরল
মনটা যে তার শান্ত
লোভ-লালসায় পড়লে তিনি
সব করে দেন ধ্বান্ত!

আমার বন্ধু আলোর দিশা
উদার যে তার চিত্ত
দাবার চালে ইচ্ছে মতো
প্যাঁচটা লাগান নিত্য!

আমার বন্ধু খুবই ভালো
সবার থেকে ভিন্ন
বিপদ এলে দৌড়ে পালান
সব করে দেন ছিন্ন।


আরো সংবাদ



premium cement

সকল