২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইউএস ওপেনের ফাইনালে নাদাল

- ছবি : এএফপি

সোমবার মধ্যরাতে ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও পঞ্চম বাছাই রাশিয়ার ডানিল মেদভেদেভ। শীর্ষ তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার বিদায় নেয়ায়, ফাইনালটি হয়ে দাঁড়িয়েছে উত্তেজনাহীন। তারপরও ফাইনালে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা নাদালের প্রতিপক্ষ মেদভেদেভ। যে কি-না কোন গ্র্যান্ড স্ল্যামই ক্যারিয়ারে জিততে পারেননি। যে কারণেই ফাইনালের আগে জল্পনা-কল্পনা হলো, নাদালের ১৯তম না-কি মেদভেদেভের প্রথম।

১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও, ইউএস ওপেনে মাত্র ৩টি শিরোপা নাদালের। ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে শিরোপাগুলো জিতেন তিনি। তাই এক বছর পর আবারো ইউএস ওপেনের শিরোপা জয়ের ভালো সুযোগ নাদালের সামনে।

তবে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেদেরার রেকর্ডের আরও কাছে যেতে মরিয়া নাদাল। ফেদেরার রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। নাদাল বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছি। শিরোপা জিততেই এখানে এসেছি আমি। তাই ফাইনাল জিতেই লক্ষ্য পূরণ করতে চাই।’

ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি ইউএস ওপেনের শিরোপাই জিতেছেন নাদাল। তাই চতুর্থবারের মত এই শিরোপায় হাত দিতে ইচ্ছুক তিনি। নাদাল বলেন, ‘ইউএস ওপেন জয়ের দারুন এক সুযোগ পেয়েছি। এ বছর শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পেরেছি। তাই চলতি বছর আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারলে দারুন হবে।’

গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শেষ করতে চান নাদাল। তিনি বলেন, ‘বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারিনি। তবে ফ্রেঞ্চ ওপেন জিতে সেই ক্ষত পুষিয়ে নিয়েছি। উইম্বলডনের সেমিফাইনাল থেকে শেষ করতে হয় মিশন। এখন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আমি। এটি জিতে বছর শেষ করতে চাই বড় মঞ্চে।’

টেনিস ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এখন পর্যন্ত এবারের ইউএস ওপেনেই পেয়েছেন মেদভেদেভ। কখনোই কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারেননি তিনি। তাই প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান মেদভেদেভ। তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে ভাবিনি, ফাইনাল খেলতে পারবো। তবে সৃস্টি কর্তা আমাকে ফাইনালে তুলেছেন। আশা করি, টেনিস ক্যারিয়ারের সেরা সাফল্য পাবো এবারের ইউএস ওপেনে। শিরোপা জিতে এবারের আসর শেষ করতে চাই।’

ফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ নাদাল। প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন মেদভেদেভ, ‘১৮টি গ্র্যান্ড স্ল্যাম ও অনেক অভিজ্ঞতাসম্পন্ন এক খেলোয়াড়ের বিপক্ষে ফাইনাল খেলতে হবে। টেনিসের চ্যাম্পিয়ন তিনি। ফাইনালে তার বিপক্ষে জয় মোটেও সহজ নয়। আমাকে অনেক বেশি ভালো টেনিস খেলতে হবে। এছাড়া ভাগ্যের ব্যাপারও আছে। তবে এখনই সবকিছু নিয়ে না ভেবে নিজের খেলায় মনোযোগি হতে চাই আমি।’


আরো সংবাদ



premium cement