২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হাতিয়ায় লন টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

-

‘শারীরিক ও মানসিক দৃঢ়তায়- মানুষের জন্য কাজ করি হাতিয়ায়’ শ্লোগানকে নিয়ে শুরু হয়েছে হাতিয়ায় লন টেনিস টুর্নামেন্ট।

হাতিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে রোববার সন্ধ্যে ৭টায় ক্লাবের টেনিস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অনেকাংশে পিছিয়ে পড়া হাতিয়ায় কর্মরত সকল পর্যায়ের অফিসারদের দায়িত্ব পালনের পাশাপাশি স্বতঃস্ফূর্ততা অর্জনের লক্ষ্যে হাতিয়াকে মনেপ্রাণে ধারণ করে এগিয়ে নেয়ার একটি প্রচেষ্টা। হাতিয়ায় যেন অফিসারদেরকে আকৃষ্ট করতে পারে, তারা এসেই যেন চলে যাওয়ার তদবির না করতে হয় এই টুর্নামেন্ট সেই রকমের একটি উদ্যোগ মাত্র। টুর্নামেন্টে শুধু অফিসারদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এএসপি (সার্কেল) হাতিয়া মো: গোলাম ফারুক, কোস্টগার্ড স্টেশন কমান্ডার শাকিল আহমেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী আওরঙ্গজেব ও একেএম মানুছুরুল হক, গণউন্নয়ন গ্রন্থাগার সভাপতি সামছুত তীব্রিজ, সাংবাদিক মো: ইফতেখার হোসেন তুহিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement