২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভিলিয়ার্স নিশ্চিত করলেন, খেলতে যাবেন পাকিস্তানে

-

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। দলের হয়ে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ ও ১০ মার্চ। এই ম্যাচের সুবাদে দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানে যাবেন ভিলিয়ার্স।

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চ মাসেই লাহোরে সন্ত্রাসী হামলা হয়েছিল। এর দুই বছর আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন ভিলিয়ার্স।

পাকিস্তানে খেলতে যাওয়া নিশ্চিত করে এক বিবৃতিতে ভিলিয়ার্স বলেন, 'আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৯ এবং ১০ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতে যাওয়া দুটি ম্যাচে আমি ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলতে নামবো।'

তিনি আরো বলেন, '২০১৬ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে নতুন একটি মানদণ্ড সৃষ্টি করেছে তারা। আমি এবারের আসরে খেলতে মুখিয়ে আছি।'

আগামী মাসের ১৪ তারিখ থেকে পিএসএলের এবারের আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ইসলামাবাদ এবং লাহোর কালান্দার্স।


আরো সংবাদ



premium cement