২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এটিপি ট্যুরে ফাইনালে মুখোমুখি জকোভিচ-জেভেরেভ

-

বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালের শিরোপা লড়াই ম্যাচ নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। শনিবার লন্ডনের ও২ এরিনাতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ সেমিফাইনালে চতুর্থ বাছাই কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২ সেটে সহজেই পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। এর আগে আরেক সেমিফাইনালে ২১ বছর বয়সী আলেক্সান্দার জেভেরেভ সুইস সেনেসেশন রজার ফেদেরারকে ৭-৫, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিলেন। এর মাধ্যমে ফেদেরারের ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের স্বপ্ন আরো কিছুটা বিলম্বিত হলো।

ম্যাচ শেষে জকোভিচ বলেছেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। গত ছয় মাস যাবত প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আমি শীর্ষ পর্যায়ের টেনিস খেলে যাচ্ছি। জেভেরেভের বিপক্ষে গ্রুপ পর্বে আমি ভালই খেলেছিলাম। কিন্তু আমার মনে হয় না ওই ম্যাচে সে শতভাগ দিতে পেরেছিল। এটাই বছরের শেষ ম্যাচ। যে কারণেই দু’জনেই চাইবো শেষটা স্মরণীয় করে রাখতে।’

এই ম্যাচে খেলতে নামার আগে অ্যান্ডারসন বেশ ভালভাবেই জানতেন সার্ভিসের শক্তির উপরই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। কারণ টেনিসের ইতিহাসে জকোভিচকে সবসময়ই অন্যতম সেরা রির্টানার হিসেবে ধরে নেয়া হয়। কিন্তু দীর্ঘদেহী দক্ষিণ আফ্রিকান প্রথম সার্ভিসে মাত্র ৪৮ ভাগ সফল হয়েছেন যা তাকে কার্যত পিছিয়ে দিয়েছিল। প্রথম ম্যাচেই জকোভিচ ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ম্যাচটিকে একপেশে করার জানান দিয়েছিলেন। গত জুলাই থেকে সার্বিয়ান এই তারকা মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছেন। অথচ কনুইয়ের অস্ত্রোপচারের কারণে বছরের শুরুটা মোটেই ভাল হয়নি জকোভিচের।


আরো সংবাদ



premium cement