২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পারলেন না সেরেনা, উইম্বলডনে চ্যাম্পিয়ন কারবার

-

সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ২২ বছরের মধ্যে প্রথমবারের মত কোনো জার্মান নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। শনিবার ফাইনালে ফেবারিট সেরেনাকে ৬-৩, ৬-৩ গেমে সহজেই পরাজিত করে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা জিতেন কারবার।

২০১৬ সালের ফাইনালে সেরেনার কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিলেন কারবার। তার প্রতিশোধই যেন কাল নিলেন। সেন্টার কোর্টে মাত্র ৬৫ মিনিটে সাতবারের চ্যাম্পিয়ন সেরেনাকে হতবাক করে দিয়ে কারবার শিরোপা ঘরে তুলেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত এই জার্মান তারকা বলেছেন, ‘আমি জানি সেরেনার মত চ্যাম্পিয়নের বিপক্ষে টিকে থাকতে হলে আমাকে সেরাটাই খেলতে হতো। এটা ফাইনালে খেলা আমার দ্বিতীয় সুযোগ ছিল। স্টেফির পরে হয়ত দ্বিতীয় জার্মান হিসেবে আমি উইম্বলডন জিতেছি, এটা সত্যিই অসাধারন অনুভূতি।’

গত বছর সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্মের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিলেন সেরেনা। একইসাথে মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি স্ল্যাম শিরোপা স্পর্শ করার হাতছানিও ছিল তার সামনে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনই ছিল ৩৬ বছর বয়সী সেরেনা সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এবারও ফেবারিট হিসেবেই তিনি লন্ডনে খেলতে এসেছিলেন। যদিও সন্তান জন্মের পরে এই নিয়ে মাত্র চতুর্থ টুর্নামেন্ট খেলতে তিনি কোর্টে নেমেছিলেন।

কিন্তু বিশ্বের ১০ নম্বর খেলোয়াড় কারবার তার সামনে ছিলেন একেবারেই অপ্রতিরোধ্য। ১৯৯৬ সালে স্টেফি গ্রাফের পরে অল ইংল্যান্ড ক্লাবে প্রথম কোন জার্মান নারী হিসেবে ফাইনালে তার শিরোপাটা প্রাপ্য ছিল। ম্যাচ শেষে আবেগী সেরেনা অবশ্য অনেকটাই হতাশ হয়ে বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক। এখানে যত মা আছে আমি তাদের জন্যই খেলেছি, আমি সত্যিই অনেক বেশী পরিশ্রান্ত।’


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল