২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৮ ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন

-

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৮। নবুওয়াত ও রিসালাতের শিক্ষা এনে দেয়Ñ
ক. শান্তি ও শৃঙ্খলা
খ. সুখ ও প্রতিপত্তি
গ. ধনদৌলত ও শান্তি
ঘ. সম্মান ও নেতৃত্ব
২৯। আল-মাজীদ শব্দের অর্থ কী?
ক. নিরাময় খ. সদুপদেশ
গ. সম্মানিত ঘ. উপদেশ
৩০। আসমানি কিতাব হলোÑ
ক. আল্লাহর বাণীসমষ্টি
খ. নবীদের বাণীসমষ্টি
গ. রাসূলগণের বাণীসমষ্টি
ঘ. শেষ নবীর বাণীসমষ্টি
৩১। আল কুরআন সর্বশ্রেষ্ঠ মর্যাদাসম্পন্ন গ্রন্থ। কারণ এটিÑ
র. তুলনাহীন একটি গ্রন্থ
রর. জ্ঞানবিজ্ঞানের উৎস
ররর. প্রয়োজনীয় সব বিষয়ের দিকনির্দেশক
নিচের কোনটি সঠিক?
ক. র, রর খ. র, ররর গ. রর, ররর ঘ. র, রর, ররর
৩২। আসমানি কিতাবের বিষয়বস্তুÑ
র. উপদেশ ও সুসংবাদ
রর. আল্লাহ তায়ালার সত্তাগত পরিচয়
ররর. অবাধ্য কাফিরদের পরিণতির বিবরণ
নিচের কোনটি সঠিক?
ক. র, রর খ. র, ররর গ. রর, ররর ঘ. র, রর, ররর
৩৩। সর্বশেষ কিতাবে অবিশ^াস করলেÑ
র. ঈমানের প্রতিটি মূল বিষয়ে অবিশ^াস করা হয়
রর. রাসূলুল্লাহ (সা:)-কে অবিশ^াস করা হয়
ররর. আল্লাহকে অবিশ^াস করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. র, রর খ. র, ররর
গ. রর, ররর ঘ. র, রর, ররর
৩৪। শিক্ষাÑ
ক. অন্তরের চক্ষুকে খুলে দেয়
খ. আত্মাকে নাড়া দেয়
গ. চক্ষুকে মুদে দেয়
ঘ. হৃদয় আলোড়িত করে
উত্তর : ২৮.ক, ২৯. গ, ৩০. ক, ৩১. ঘ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. ক।


আরো সংবাদ



premium cement