২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বাংলা প্রথম পত্র গদ্যাংশ : একাত্তরের দিনগুলি

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে আরো ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩১। বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতা বলা হয়Ñ
র) জাতির পিতা বলে
রর) নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলে
ররর) দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩২। খুরপি কী?
ক) ঝুড়ি খ) মাটি খোঁড়ার খন্তা
গ) মুরগির ঘর ঘ) ছোট চাকু
৩৩। জেনারেল নিয়াজী নব্বই হাজার সৈন্য নিয়ে কয়টার সময় আত্মসমর্পণ করে?
ক) বিকেল ৩টা খ) বিকেল ৪টা
গ) বিকেল ৫টা ঘ) সন্ধ্যা ৭টা
৩৪। দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অবদান রয়েছেÑ
র) সাহিত্যিকদের রর) শিল্পীদের ররর) কলাকুশলীদের
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩৫। সদরঘাট, সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না কেন?
ক) মানুষের ভিড়ে খ) পচা মাছের দুর্গন্ধে
গ) পচা লাশের দুর্গন্ধে ঘ) অতিরিক্ত যানবাহনের জন্য
৩৬। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটি কী বার ছিল?
ক) মঙ্গলবার খ) বুধবার
গ) বৃহস্পতিবার ঘ) শুক্রবার
৩৭। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম দেশÑ
র) পাকিস্তানিদের শাসনমুক্ত বলে
রর) নিজ দেশ নিজেরা পরিচালনা করে বলে
ররর) জাতিসঙ্ঘ স্বীকৃতি দিয়েছে বলে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর
৩৮। চারজন বসে আলাপ-আলোচনা করে আগেই ঠিক করা হয়েছিল স্কুলে যাওয়া হবে না। Ñ এই চারজন কারা?
ক) শরীফ, বাবু, রুমি, জামী
খ) শরীফ, লেখিকা, রুমি, জামী
গ) করিম, লেখিকা, রুমি, জামী
ঘ) বাবু, শরীফ, করিম, জামী
৩৯। ‘রোদ হয় বৃষ্টি হয়, খেঁকশিয়ালির বিয়ে হয়’Ñ ‘একাত্তরের দিনগুলি’ গল্পে উক্তিটি কার?
ক) রুমির খ) জামীর
গ) ফুফুজানের ঘ) খোকার
৪০। ‘মুক্তি ফৌজ কথাটা এত ভারী।’ Ñ এটি কোন ধরনের বাক্য?
ক) জিজ্ঞাসা সূচক খ) প্রশ্নসূচক
গ) সমাপ্তিসূচক ঘ) বিস্ময়সূচক
৪১। ‘একাত্তরের দিনগুলি’ কোন ধরনের রচনা?
ক) রম্য রচনা খ) ভ্রমণকাহিনীমূলক রচনা
গ) স্মৃতিচারণমূলক রচনা ঘ) প্রবন্ধ রচনা
৪২। লেখিকা একবার মার্সি পিটিশন করার বিপক্ষে মত দিয়েছেন, আবার পক্ষে মত দিয়েছেনÑ
র) মায়ের আকুলতায় রর) সন্তানের ভবিষ্যৎ চিন্তায়
ররর) সন্তান বাৎসল্যে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর
উত্তর : ৩১.খ, ৩২.খ, ৩৩.ক, ৩৪.ঘ, ৩৫.গ, ৩৬.গ, ৩৭.ঘ, ৩৮.খ, ৩৯.খ, ৪০.ঘ, ৪১.গ, ৪২.ঘ।

 


আরো সংবাদ



premium cement