১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-২১

বাংলা প্রথম পত্র গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। বন-বিছুটি ও কালমেঘ গাছের বন গজিয়েছে কোথায়?
ক) রোয়াকের ফাটলে খ) আমগাছের গুঁড়িতে
গ) দরজা-জানালার কপাটে ঘ) বাড়ির মেঝেতে
২৩। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়ার মাতৃমূর্তি উদ্ভাসিত হয় যে ঘটনায়Ñ
র) সন্তানদের সম্পর্কে উদ্বিগ্নতা
রর) দুর্গার দুরন্তপনা
ররর) সন্তানদের খোঁজখবর রাখা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘পরিশ্রমের কারণে রঘুনাথপুরের কৃষকদের অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের প্রত্যেকের এখন নিজস্ব জমিজমা আছে। এ ছাড়া গোলাভর্তি ধান ও গোয়ালে গরুও আছে। তারা পরিশ্রম দিয়েই আজ তাদের অবস্থার উন্নতি সাধন করেছে।’
২৪। উদ্দীপকে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) দশঘরার মানুষের সচ্ছলতা
খ) হরিহরের উন্নতির ইঙ্গিত
গ) চাষাদের আর্থিক উন্নতি
ঘ) মাতবর লোকটির অবস্থান
২৫। উক্ত দিকটি সমাজকে পরিবর্তন করতে পারেÑ
ক) শ্রেণিবৈষম্য দূর করে খ) দৃষ্টিভঙ্গি প্রসার করে
গ) বাস্তবকে তুলে ধরে
ঘ) ভদ্রলোককে পথে নামিয়ে দেয়
২৬। ‘মা ঘাট থেকে আসেনি তো’- এ উক্তিতে দুর্গার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়?
ক) মাকে সে খুব ভয় পায়
খ) মায়ের বিষয়ে সতর্ক থাকে
গ) মাকে কিছু জানাতে চায় না
ঘ) মা তাকে দেখে ফেলতে পারে
২৭। পূজার সঙ্গে সম্পৃক্তÑ
র) বামুন রর) ফুল ররর) মনিব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র,রর ও ররর
২৮। অপুর মধ্যে প্রতিফলিত হয়Ñ
র) রোমান্টিকতা রর) লুকোচুরি ররর) প্রতিহিংসা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র,রর ও ররর
২৯। অপুর চাওয়াতে আর দু’খানা আম বেশি দেয়াতে ভাইয়ের প্রতি বোনের প্রকাশ পেয়েছেÑ
র) স্বার্থপরতা রর) স্বজনপ্রীতি ররর) ভাইবোনের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর
৩০। “কুটোগাছটা ভেঙে দু’খানা করা নেই, কেবল টোটো টোক্লা সেধে বেড়ানো”- উক্তিটির মধ্য দিয়ে কী ফুটে উঠেছে?
ক) অযতœ ও অবহেলা করা
খ) সংসারকর্মে অমনোযোগিতা
গ) কাজকর্ম করে ঘুরে বেড়ানো
ঘ) সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠা
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
‘বৃষ্টির সময় গফুরের ঘরের চালা ভেদ করে ভেতরে পানি প্রবেশ করে। হালের বলদকে খেতে পর্যন্ত দিতে পারে না।’
৩১। উদ্দীপকটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহরের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) সামাজিক খ) অর্থনৈতিক
গ) সাংসারিক ঘ) পারিবারিক
উত্তর : ২২.ক, ২৩.গ, ২৪.গ, ২৫.ক, ২৬.খ ২৭.ক, ২৮.ক, ২৯.ঘ, ৩০.খ, ৩১.খ।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল