২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল  

-

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। দূরত্বের দিক থেকে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম?
ক. পঞ্চম খ. চতুর্থ
গ. তৃতীয় ঘ. দ্বিতীয়
৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. শুক্র খ. বুধ
গ. শনি ঘ. বৃহস্পতি
১০। সন্ধ্যাতারা ও শুকতারা আসলেÑ
ক.শুক্র খ. মঙ্গল
গ. বৃহস্পতি ঘ. ইউরেনাস
১১. বছরে দুইবার কোন গ্রহের আকাশে সূর্য উদিত ও অস্তমিত হয়?
ক. শনি খ. বৃহস্পতি গ. শুক্র ঘ. বুধ
১২। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগেÑ
ক. ২৯ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
খ. ২৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
গ. ৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
ঘ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
১৩। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগেÑ
ক. ২৮ দিন ১২ ঘণ্টা
খ. ২৯ দিন ১১ ঘণ্টা
গ. ২২ দিন ২৯ ঘণ্টা
ঘ. ২৯ দিন ১২ঘণ্টা
১৪। শনি গ্রহের কতটি উপগ্রহ আছে?
ক. ২৩ খ. ২ গ. ৭ ঘ. ২২
১৫। কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?
ক. বুধ খ. শনি গ. শুক্র ঘ. নেপচুন
১৬। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ার কারণ কী?
ক. স্বচ্ছ পানি খ. বায়ুচাপ
গ. সমুদ্রের গভীরতা
ঘ. বিশাল জলরাশি
১৭। বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে?
ক. ওজন স্তর খ. আয়নমণ্ডল
গ. গুরুমণ্ডল ঘ. কেন্দ্রমণ্ডল
১৮। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত কিলোমিটার?
ক. ৬৪০০ খ. ২৫০০
গ. ২৪০০ ঘ. ১৮৬০০
১৯। নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রি?
ক. ০ক্ক খ. ৯০ক্ক গ. ১৮০ক্ক ঘ. ৩৬০ক্ক
২০। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক. ৯০ক্ক খ. ০ক্কগ. ৩৬০ক্ক ঘ. ১৮০ক্ক
উত্তর : ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ।

 


আরো সংবাদ



premium cement