২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বাংলা দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-২: দ্বিরুক্ত শব্দ তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-৩ : সংখ্যাবাচক শব্দ

-

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ‘তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-২ : দ্বিরুক্ত শব্দ’ থেকে আরো ১২টি এবং ‘তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-৩ : সংখ্যাবাচক শব্দ’ থেকে ৭টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-২ : দ্বিরুক্ত শব্দ
৯। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ চরণটিতে কোন প্রকারের দ্বিরুক্তি রয়েছে?
ক) শব্দের দ্বিরুক্তি
খ) পদের দ্বিরুক্তি
গ) কাল্পনিক অনুকৃতি
ঘ) অনুকার দ্বিরুক্তি
১০। কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে বলেÑ
ক) পদাত্মক দ্বিরুক্তি খ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
গ) অব্যয়ের দ্বিরুক্তি ঘ) সর্বনামের দ্বিরুক্তি
১১। অনুভূতিজাত দ্বিরুক্তি কোনটি?
ক) ঝমঝম খ) ঝি ঝি
গ) ঘচাঘচ ঘ) ট্যা ট্যা
১২। পদাত্মক দ্বিরুক্তি কয়ভাবে গঠিত হয়?
ক) এক খ) দুই
গ) তিন ঘ) চার
১৩। সামান্য বোঝাতে কোন দ্বিরুক্তিটি ব্যবহার হয়েছে?
ক) আমি আজ জ্বর জ্বর বোধ করছি
খ) ও দাদা দাদা বলে কাঁদছে
গ) তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ
ঘ) তার সঙ্গী সাথী কেউ নেই
১৪। ‘ধীরে ধীরে যায়’- এখানে দ্বিরুক্তিটি কী হিসেবে ব্যবহার হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) বিশেষণের বিশেষণ
১৫। কোন দ্বিরুক্তিটি ‘অনুভূতি’ প্রকাশ করে?
ক) ভয়ে ভয়ে এগিয়ে গেলাম
খ) ভালো ভালো আম নিয়ে এসো
গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
ঘ) ফোড়াটা টনটন করছে
১৬। আধিক্য বোঝাতে বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে?
ক) উড়– উড়– ভাব ভালো নয়
খ) তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল
গ) গরম গরম জিলাপি খাওয়া ভালো
ঘ) ছোট ছোট ডাল কেটে ফেল
১৭। ‘দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো’-এখানে কী বোঝাতে দ্বিরুক্তি শব্দ ব্যবহার হয়েছে?
ক) স্বল্পকাল স্থায়ী খ) পৌনঃপুনিকতা
গ) ধ্বনিব্যঞ্জনা ঘ) ভাব বোঝাতে
১৮। কোন দ্বিরুক্তি শব্দ দ্বারা পৌনঃপুনিকতা বোঝায়?
ক) এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা
খ) তোমার নেই নেই ভাব গেল না
গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি
১৯। দ্বিরুক্ত শব্দ কয় প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
২০। “পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।”- এখানে কী বোঝাতে দ্বিরুক্তি শব্দ ব্যবহার হয়েছে?
ক) ধ্বনি ব্যঞ্জনা
খ) বিশেষণ
গ) পৌনঃপুনিকতা
ঘ) ভাবের গভীরতা
উত্তর : ৯.খ ১০.খ ১১.খ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.খ।
তৃতীয় অধ্যায় : পরিচ্ছেদ-৩: সংখ্যাবাচক শব্দ
১। সংখ্যা গণনার মূল বা একক কোনটি?
ক) শূন্য
খ) এক
গ) শূন্য থেকে নয় পর্যন্ত
ঘ) এক থেকে দশ পর্যন্ত
২। সংখ্যা মানেÑ
ক) গণনা খ) গণনা দ্বারা লব্ধ ধারণা
গ) ক ও খ ঘ) একটিও নয়
৩। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৪। ‘ চৌঠা’ কোন ধরনের শব্দ?
ক) পরিমাণবাচক খ) অঙ্কবাচক
গ) পূরণবাচক ঘ) তারিখবাচক
৫। এক এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক) চৌথা খ) সিকি
গ) পোয়া ঘ) সবগুলোই
৬। ‘২১’ এর পূরণবাচক শব্দ কোনটি?
ক) একুশ খ) একবিংশ
গ) একুশে ঘ) সবগুলোই
৭। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক) পরিমাণবাচক শব্দ
খ) গণনাবাচক সংখ্যা
গ) পূর্ণ সংখ্যার গুণবাচক
ঘ) দশ গুণোত্তর পদ্ধতি
উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.ক।


আরো সংবাদ



premium cement