২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি : সাধারণ জ্ঞান

-

সুপ্রিয় ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ সাধারণ জ্ঞান বিষয় থেকে বাকি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
৫। শূন্যস্থান পূরণ করো : ৭ দ্ধ ১=৭
ক) অ্যামিবা--- কোষী ধরনের জীব।
উত্তর : এক।
খ) কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের কম্পিউটার---।
উত্তর : প্রোগ্রাম।
গ) ঞওঘ-এর পূর্ণরূপ হচ্ছে---। উত্তর : ঞধী ওফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ.
ঘ) শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ হতে প্রায়---কিলোমিটার নিচে পর্যন্ত বিস্তৃত থাকে।
উত্তর : ১০০ কি.মি.
ঙ) একজন নাগরিক---পরিচয়ে নাগরিকত্ব পায়।
উত্তর : রাষ্ট্রের।
চ) বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হলো---।
উত্তর : চর্যাপদ।
ছ) ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ-২০১৯’-এ চ্যাম্পিয়ন হয়েছে---।
উত্তর : তেরেঙ্গানু এফসি, মালয়েশিয়া।
৬। পরবর্তী পঙ্ক্তি পূরণ করো : ২ দ্ধ ১=২
ক) আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
------------------------------
উত্তর : চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।
খ) এই খানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে
------------------------------ উত্তর : তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
৭। সোনার তরী কবিতার প্রথম লাইন লিখ। ১ দ্ধ ১=১
উত্তর : গগনে গরজে মেঘ, ঘন বরষা।

 


আরো সংবাদ



premium cement