২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-২০

বাংলাদেশ ও বিশ্বপরিচয় দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল

-

প্রিয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ’ থেকে আরো ৩টি এবং ‘তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল’ থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ
৩৮। কাদের নিয়ে মুজিববাহিনী গঠিত?
ক. আমলাদের খ. শ্রমিকদের
গ. ছাত্রছাত্রীদের
ঘ. পেশাজীবীদের
৩৯। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২৫ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
৪০। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কবে?
ক. ১২ অক্টোবর ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ৪ নভেম্বর ১৯৭২
ঘ. ৪ নভেম্বর ১৯৭১
উত্তর : ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ।
তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
১। সূর্যের ব্যাস কত কিলোমিটার?
ক. ১৩,২০,০০০ কিলোমিটার
খ. ১৩,৮৪,০০০ কিলোমিটার
গ. ১৪,৩৪,০০০ কিলোমিটার
ঘ. ১৬,০০,০০০ কিলোমিটার
২। সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড়?
ক. ১২ লক্ষ খ. ১৩ লক্ষ
গ. ৮৬ লক্ষ ঘ. ১৬ লক্ষ
৩। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছেÑ
ক. সূর্য খ. বৃহস্পতি
গ. সৌরজগৎ ঘ. বিশ্বজগৎ
৪। সূর্যে হিলিয়ামের পরিমাণ শতকরা কত ভাগ আছে?
ক. ৪৪ খ. ৪০ গ. ৪২ ঘ. ৪৫
৫। সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে?
ক. ২৫ দিনে খ. ৭৮ দিনে
গ. ২৪ দিন ১২ ঘণ্টায় ঘ. ২৭ দিনে
৬। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
ক. বুধ খ. মঙ্গল
গ. বৃহস্পতি ঘ. শুক্র
৭। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কী?
ক. বৃহস্পতি খ. শুক্র
গ. বুধ ঘ. মঙ্গল
উত্তর : ১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ।

 


আরো সংবাদ



premium cement