১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-১৫২ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় এগারো : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় এগারো : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ থেকে আরো ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর এবং ৩টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : গারোদের নিজস্ব ভাষার নাম কী? ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আমরা কিভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি, চারটি বাক্যে লিখ।
উত্তর : গারোদের নিজস্ব ভাষার নামÑ আচিক।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আমরা যেভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি। তা চারটি বাক্যে দেয়া হলোÑ
১. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্য পালনে সাহায্য করার মাধ্যমে;
২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিজস্ব ভাষায় কথা বলা ও শিক্ষা গ্রহণ করার সুযোগ দেয়ার মাধ্যমে;
৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব পোশাক, ধর্ম ও বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করার অবাধ সুযোগ প্রদান করার মাধ্যমে;
৪. যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার মাধ্যমে।
প্রশ্ন : ম্রো জাতিসত্তাদের সমাজব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর : ম্রো জাতিসত্তার সমাজব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য হলোÑ
১. ম্রো সমাজে বহু দল ও গোত্র রয়েছে।
২. ম্রো পরিবারের প্রধান হলেন পিতা।
৩. তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজব্যবস্থা।
৪. তারা তাদের বাড়িকে কিম বলে।
৫. সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপরে তারা বাড়ি তৈরি করে।
প্রশ্ন : খাসি নৃ-গোষ্ঠীদের চেনার পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : খাসি নৃ-গোষ্ঠীদের চেনার পাঁচটি বৈশিষ্ট্য হলোÑ
১.খাসি নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মনখমে।
২. খাসিদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক।
৩. বাড়িতে অতিথি এলে খাসিরা পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে।
৪. খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে।
৫. খাসি ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে, যার নাম ফুংগ মারুং।
শূন্যস্থান পূরণ করো
১. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ....।
উত্তর : গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকসারি।
২. খাসিদের প্রধান দেবতার নাম...।
উত্তর : খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
৩. ম্রো সমাজে বাড়িকে .... বলে।
উত্তর : ম্রো সমাজে বাড়িকে কিম বলে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!

সকল