২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায় : মহানবি (স)-এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়

-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : মহানবি (স)-এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়’ থেকে ১৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন : হযরত মুহম্মদ (স) --- বংশে জন্মগ্রহণ করেন।
উত্তর : হযরত মুহম্মদ (স) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : ফিজার যুদ্ধ --- গোত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।
উত্তর : ফিজার যুদ্ধ কায়স গোত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।
প্রশ্ন : --- পর্বতের গুহায় হযরত মুহম্মদ (স) ধ্যানমগ্ন থাকতেন।
উত্তর : হেরা পর্বতের গুহায় হযরত মুহম্মদ (স) ধ্যানমগ্ন থাকতেন।
প্রশ্ন : হিজরতের সময় মহানবি (স) --- পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
উত্তর : হিজরতের সময় মহানবি (স) সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
প্রশ্ন : মদিনা সনদে --- টি ধারা ছিল।
উত্তর : মদিনা সনদে ৪৭ টি ধারা ছিল।
প্রশ্ন : আল্লাহর কোনো --- নেই।
উত্তর : আল্লাহর কোনো শরিক নেই।
প্রশ্ন : হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট --- তৈরি করলেন।
উত্তর : হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট নৌকা তৈরি করলেন।
প্রশ্ন : হযরত ইবরাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন ---।
উত্তর : হযরত ইবরাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন নমরুদ।
প্রশ্ন : হযরত দাউদ (আ) শৈশবে --- চরাতেন।
উত্তর : হযরত দাউদ (আ) শৈশবে মেষ চরাতেন।
প্রশ্ন : হযরত ঈসা (আ) আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে --- করতেন।
উত্তর : হযরত ঈসা (আ) আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন।
প্রশ্ন : --- আদম (আ) কে সিজদা করল না।
উত্তর : ইবলিস আদম (আ) কে সিজদা করল না।
প্রশ্ন : আল্লাহ বলে দিয়েছেন --- তোমাদের চিরশক্র।
উত্তর : আল্লাহ বলে দিয়েছেন ইবলিস তোমাদের চিরশক্র।
প্রশ্ন : হযরত নূহ (আ) কে --- নামে অভিহিত করা হয়।
উত্তর : হযরত নূহ (আ) কে আদমে সানি নামে অভিহিত করা হয়।
প্রশ্ন : হযরত ইবরাহীম (আ) --- বয়সে পুত্র সন্তান লাভ করেন।
উত্তর : হযরত ইবরাহীম (আ) ৮৬ বয়সে পুত্র সন্তান লাভ করেন।

 


আরো সংবাদ



premium cement