২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রকাশনা

-

একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রয়োজনীয় বইÑ কৃষিশিক্ষা ও সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র
একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ঘঈঞই কর্তৃক প্রণীত নতুন শিক্ষাক্রম অনুযায়ী সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে ড. প্রণয় বালা, ড. আবুল কালাম আজাদ, অসিত কুমার সাহা ও মৃত্যুঞ্জয় রায় রচিত কৃষিশিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ, কে, এম শওকত আলী খান ও মো : জিয়াউর রহমান রচিত সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র বই দু’টি পুথিনিলয় প্রকাশনী থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে। কৃষিশিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের দু’টি বইয়ের ছয়টি ও পাঁচটি অধ্যায়ে ছক ও চিত্রসহ অধ্যায়ভিত্তিক আলোচনা, বৈশিষ্ট্য, উৎস, কারণ, গুরুত্ব, সংস্থা, শ্রেণিবিভাগ, ক্ষেত্র, রূপান্তরকরণ, প্রয়োজনীয়তা, উৎপাদন কৌশল, লক্ষণ, সংরক্ষণ পদ্ধতি, রোগসমূহ, মাৎস্য চাষ পদ্ধতি, পোলট্রি পালন, পশু পালন, বনায়ন, কৃষি অর্থনীতি ও সমবায় বিষয়ক এবং ব্যবহারিক আলোচনা, সৃজনশীলে সহায়ক জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর, সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের দু’টি বইয়ের এগারটি ও দশটি অধ্যায়ে চিত্র ও ছকসহ অধ্যায়ভিত্তিক আলোচনা, পটভূমি, সংজ্ঞা, ধারণা, স্তরসমূহ, তুলনা, বৈশিষ্ট্য, বিকাশ ধারা, ধরন, মডেল ও তত্ত্বসমূহ, প্রভাব, উৎস, পরিধি, বৈষম্য, পরিবর্তনসমূহ, সমাজবিজ্ঞানীর মতবাদ ও অবদান, গুরুত্ব, প্রকারভেদ, সারসংক্ষেপ, সৃজনশীলে সহায়ক জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর, সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া কৃষিশিক্ষা ও সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র বইগুলোতে ২০১৭, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সব বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র এবং বোর্ড পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেয়া আছে। বইগুলো নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : পুথিনিলয়, ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা। ফোন : ০২-৪৭১১৫১২১, ০১৯৮৭৭০৩৩০০


আরো সংবাদ



premium cement