১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি/এইচএসসির পর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

-

এসএসসি / ‘ও’লেভেল / দাখিল / সমমান পাসের পর একজন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বিটেক লেভেল-৩ ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের শিক্ষা বোর্ড পিয়ারসন, ইউকে’র অধীনে পরিচালিত একটি অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম। এসএসসি / ‘ও’ লেভেল পাসের পর মাত্র চার বছরে একজন শিক্ষার্থী ব্যাচেলর অর্থাৎ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পারে। ঐঝঈ/‘এ’লেভেল বা সমমান পাসের পর একজন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে। বিটেক লেভেল-৫ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের শিক্ষা বোর্ড পিয়ারসন, ইউকের অধীনে পরিচালিত একটি অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম। যার মাধ্যমে এইচএসসি/‘এ’ লেভেল পাসের পর মাত্র তিন থেকে চার বছরে একজন শিক্ষার্থী ব্যাচেলর অর্থাৎ গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারবে। বিটেক লেভেল-৩ এবং লেভেল-৫ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি ইউনিভার্সিটি অব লন্ডনের পরীক্ষক এবং মূল্যায়ন পরিষদ দ্বারা গঠিত ও বিজনেস টেকনোলজি এডুকেশন কাউন্সিলÑ বিটেক কর্তৃক অনুমোদিত। এ কোর্সটি বিশ্বের ১২০ টিরও বেশি দেশে ২০ হাজারেরও অধিক বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা বিটেক লেভেল-৫ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বাংলাদেশে পড়া শেষ করে পরবর্তী তৃতীয়, চতুর্থ বছর ফ্লাইট স্কুল ইন্টারন্যাশনাল ফিলিপিনসে উচ্চশিক্ষা নিতে পারেন। শিক্ষার্থীরা হতে পারেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েটেড, সিভিল এভিয়েশন অথরিটি অব ফিলিপাইন অনুমোদিত বিমান ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী। এ ছাড়া, শিক্ষার্থীরা তৃতীয় ও চতুর্থ বছর চায়নার সেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেখাপড়া করে অর্জন করতে পারেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত বিমানের নকশা, উৎপাদন, ত্রুটি-বিচ্যুতি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার বিষয়গুলো পড়ানো হয়। এইচএসসি পাসের পর শতভাগ শিক্ষাবৃত্তিসহ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশন। প্রতিষ্ঠানটি দেশী-বিদেশী প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক, বিভিন্ন এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে সিআইসি’র নিজস্ব বিমান পাইপার স্নিগার পি-এ ২৮, ফাইটার ডব্লিউ ৭সি জেট ইঞ্জিনসমৃদ্ধ এনরিচ অ্যারোল্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টরসুবিধাসহ ক্লাসরুম, লাইব্রেরি এবং হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা। এ ছাড়াও কোর্স শেষে শিক্ষার্থীরা দেশে ও বিদেশের এয়ারলাইন্সে ও এভিয়েশন এজেন্সি যেমনÑ অরৎ অংরধ, উবষঃধ অরৎ, ইধহমষধফবংয ঋষুরহম অপধফবসু, ঋষরমযঃ ধহফ ঝরসঁষধঃড়ৎ ঞৎধরহহরহম অপধফবসু, চধৎঃবী আরধঃরড়হ-এ ঙহ ঔড়ন ঞৎধরহরহম (ঙঔঞ)-তে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের নিশ্চয়তা।
যোগাযোগ : সাইকা, গ-৩৭/১, জামালপুর টাওয়ার, ব্লক-জে, বারিধারা, ঢাকা। ফোন : ০১৭৬২৬-৮৮০৩৫/০১৭৬২৬-৮৮০৩৮


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল