১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৪৮

ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চার : আখলাক
-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় চার : আখলাক’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। ভ্রাতৃত্ব কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১২। খাঁটি মুমিনের পরিচয়Ñ
ক. যাদের ব্যবহার সুন্দর
খ. যারা সত্যবাদী
গ. যারা কেবল নিজেকে নিয়ে ভাবে
ঘ. যারা সর্বদা চুপচাপ থাকে
১৩। কিসে পাপ বিগলিত হয়?
ক. উত্তম চরিত্রে খ. হক কথায়
গ. উত্তম কাজে ঘ. প্রতারণার দ্বারা
১৪। ‘বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বিরাট মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে, যদিও সে ইবাদতের দিক থেকে দুর্বল থাকে।’ এটি কার বাণী?
ক. মহান আল্লাহর
খ. হজরত মুহাম্মদ সা:-এর
গ. হজরত মূসা আ:-এর
ঘ. হজরত সুলায়মান আ:-এর
১৫। ধৈর্য শব্দের অর্থÑ
ক. প্রতিবাদ খ. সহিষ্ণুতা
গ. ধৈর্যশীল ঘ. নীরব থাকা
১৬। ইসলাম একটিÑ
ক. ধর্ম মাত্র খ. জীবন আদর্শ
গ. জীবনবিধান ঘ. সন্দেহজনক পথ
১৭। ধৈর্যের স্তর কয়টি?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুইটি
১৮। আমাদের সবার আবদ্ধ থাকা উচিতÑ
ক. ভ্রাতৃত্বের বন্ধনে
খ. ভালোবাসার বন্ধনে
গ. রক্তের বন্ধনে ঘ. যুক্তির বন্ধনে
উত্তর : ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬.খ ১৭. গ ১৮.ক।

 


আরো সংবাদ



premium cement