২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলা কবিতা : নারী

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : নারী’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০। ‘নারী’ কবিতায় বর্তমান যুগকে যে নামে অভিহিত করা হয়েছেÑ
র) বেদনার যুগ, মানুষের যুগ
রর) সাম্যের যুগ, বন্দিত্বের যুগ
ররর) ফাঁসির যুগ, শাস্তির যুগ
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘শহীদ জননী জাহানারা ইমাম তার প্রিয়তম পুত্র রুমীকে দেশের স্বাধীনতা যুদ্ধে উৎসর্গ করেছেন। রুমীর স্মৃতি তার বুককে হাহাকারে ভরিয়ে দেয়। এমন অসংখ্য নারীর পুত্র, স্বামী ও ভাই যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। তারা বুকভরা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। সেসব বীরদের কথা ইতিহাসে লেখা হলেও এসব নারীর কথা ইতিহাসে লেখা নেই।’
২১। উদ্দীপকে ‘নারী’ কবিতার কোন বিষয়টি মূর্ত হয়ে উঠেছে?
র) জগতের বড় বড় জয় নারীদের ত্যাগে মহীয়ান হয়েছে
রর) মায়েরা হৃদয়ভরা মমতা দিয়ে উৎসাহিত করেছে
ররর) বিশ্বের চিরকল্যাণকর জিনিস মায়েদের ত্যাগেই এসেছে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর
২২। উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ বাক্য হলোÑ
র) মাতা, ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান
রর) কেহ রহিবে না কাহারও বন্দি, উঠেছে ডঙ্কা বাজি
ররর) কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর
২৩। বেদনার যুগ, মানুষের যুগ আর কিসের যুগ আজি?
ক) অভিযানের খ) কল্যাণের
গ) সাম্যের ঘ) দাসত্বে
২৪। ‘নারী’ কবিতায় নারীদের দেবীর সমতুল্য কল্পনা করা হয়েছে কোন শব্দের সার্থক প্রয়োগের মাধ্যমে?
ক) বিজয়লক্ষ্মী খ) তরবারি
গ) কারাগার ঘ) দাসী
২৫। পুরুষ দাস ছিল না কেন?
ক) পুরুষ সংখ্যায় বেশি থাকায়
খ) সমাজের রক্ষণশীলতায়
গ) অভিযানে যাওয়ায়
ঘ)পুরুষ শাসিত সমাজ থাকায়
২৬। ইতিহাসে নারীর সিঁথির সিঁদুর দেওয়ার কথা লেখা নাই কেন?
ক) পুরুষ রমণী অভেদ বলে
খ) নারীরা গৃহে বন্দী বলে
গ) পুরুষ বিজয়ী বলে
ঘ)পুরুষ সাম্যচেতনাহীন বলে
২৭। ‘সে যুগে পুরুষ দাস ছিল না ক, নারীরা আছিল দাসী।’ কার দাসী ছিল?
ক) সমাজের খ) ধনীদের
গ) পুরুষের ঘ) পরিবারের
২৮।‘নারী’ কবিতায় নি¤œলিখিত শব্দগুলোর ব্যবহার লক্ষ করা যায়-
র) কারাগার, বন্দী রর) অভিযান, মহীয়ান
ররর) তরবারি, যাতনা
নিচের কোনটি সঠিক?
ক) রও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র,ররও ররর
উত্তর : ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. খ।

 


আরো সংবাদ



premium cement