১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ও বিশ্বপরিচয় দশম অধ্যায় : গণতান্ত্রিক মনোভাব

-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দশম অধ্যায় : গণতান্ত্রিক মনোভাব’ থেকে আরো ৩টি অল্প কথায় উত্তর দাও এবং ৭টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করব।
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন : বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ উল্লেখ করো।
উত্তর : বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ হলোÑ
র. সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সবার সামনে উপস্থাপন করা।
রর. সবার মতামত নেয়া।
ররর. অধিকাংশের মতামতকে সম্মান ও গুরুত্ব দেয়া।
রা. অধিকাংশের মতামত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা।
প্রশ্ন : কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা করা যায়?
উত্তর : কর্মক্ষেত্রে প্রতিদিন আমরা বিভিন্ন রকম কাজ করি। বিশেষ কাজের জন্য আমাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কাজটি করার পদক্ষেপ কী রকম হতে পারে সে ব্যাপারে অধিকাংশের মতামতের প্রাধান্য দিতে হবে। এতে সবাই এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। এ ছাড়া কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে এবং কী ধরনের দ্রব্য উৎপাদন করা হবেÑ এসব বিষয়ে অধিকাংশের মতামতের প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে কর্মক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করা যায়।
প্রশ্ন : তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন?
উত্তর : সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পাড়ায় গণতন্ত্রের চর্চা প্রয়োজন। এলাকায় একটি রাস্তা তৈরি করতে গেলে বা কোনো পুকুর ও ডোবা পরিষ্কার করতে বিভিন্নজনের বিভিন্ন মতামত থাকে। এ ক্ষেত্রে অধিকাংশের মতামতের ওপর ভিত্তি করে কাজটি করতে হবে। এতে সবাই এর গুরুত্ব বুঝতে পারবে। এ জন্য পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন।
শূন্যস্থান পূরণ করো
১. অধিকাংশের ... ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।
উত্তর : অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।
২. গণতন্ত্রের অর্থ ... শাসন।
উত্তর : গণতন্ত্রের অর্থ জনগণের শাসন।
৩. আমরা জীবনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক ... করব।
উত্তর : আমরা জীবনের সবক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করব।
৪. গণতন্ত্র আমাদের ... পরিচালনার মূলনীতি।
উত্তর : গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
৫. ... মতামত নিয়ে বিভিন্ন কাজ করব।
উত্তর : অধিকাংশের মতামত নিয়ে বিভিন্ন কাজ করব।
৬. ...মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
উত্তর : গণতান্ত্রিক মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
৭. বাংলাদেশ একটি ... রাষ্ট্র।
উত্তর : বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।


আরো সংবাদ



premium cement