২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-১১১ বাংলা কবিতা : শিক্ষাগুরুর মর্যাদা

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : শিক্ষাগুরুর মর্যাদা’ থেকে আরো ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ক. পিতার ....... হাত রেখে পুত্র দোয়া চাইল।
খ. বর্ষাকালে প্রবল ....... বর্ষণ হয়।
গ. আগের দিনে হাতি-ঘোড়া চড়ে ....... শিকারে যেতেন।
ঘ. উজির বাদশাকে ....... করলেন।
ঙ. ....... আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।
চ. অন্যায়ের কাছে কখনো ....... নত করব না।
উত্তর : ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলোÑ
ক. পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।
খ. বর্ষাকালে প্রবল বারি বর্ষণ হয়।
গ. আগের দিন হাতি-ঘোড়া চড়ে শাহানশাহ শিকারে যেতেন।
ঘ. উজির বাদশাহকে কুর্নিশ করলেন।
ঙ. শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।
চ. অন্যায়ের কাছে কখনো শির নত করব না।
প্রশ্ন : বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কী ভাবলেন?
উত্তর : বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন, আজ বুঝি তার আর নিস্তার নেই। বাদশাহের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি হয়তো বড় কোনো অপরাধ করে ফেলেছেন। এ কথা ভাবতে ভাবতে তার কপালে চিন্তার রেখা দেখা দিলো।
প্রশ্ন : বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?
উত্তর : বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন।
প্রশ্ন : একদিন সকালে বাদশাহ কী দেখতে পেলেন?
উত্তর : একদিন সকালে বাদশাহ আলমগীর দেখলেন, শাহজাদা তার শিক্ষকের পায়ে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে পায়ের ধুলো ধুয়েমুছে সাফ করছেন।
প্রশ্ন : ‘প্রাণের চেয়েও মান বড়’Ñ শিক্ষক এ কথা বললেন কেন?
উত্তর : একদিন সকালে বাদশাহ দেখেন আলমগীরের পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে সাফ করছেন। বাদশাহকে দেখে শিক্ষক ভীত হন। তার ভাবনা হলো, বাদশাহ নিশ্চয়ই তাকে চরম শাস্তি দেবেন। কিন্তু পরক্ষণে তার ভাবনা গেল পাল্টে। তিনি ভাবলেন, শিক্ষকের সম্মান সবার উপরে। প্রাণ যায় যাক। প্রাণের চেয়েও মান বড়।

 


আরো সংবাদ



premium cement