২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৭৬

বাংলা গল্প : কাঞ্চনমালা আর কাঁকনমালা
-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : কাঞ্চনমালা আর কাঁকনমালা’ থেকে আরো ২টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন।
(ক) তারপর একদিন রাজপুত্র রাজা হয় হাতিশালে হাতি তার ঘোড়াশালে ঘোড়া লোকলস্কর সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা চার দিকে তার থইথই সুখ এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা রাজপুত্র বন্ধুকে ভুলে যায়
উত্তর : তারপর একদিন রাজপুত্র রাজা হয়। হাতিশালে হাতি তার, ঘোড়াশালে ঘোড়া, লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী, রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চার দিকে তার থইথই সুখ। এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না, মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
(খ) রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয় সোনার বাঁশি রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে প্রজাদের দুঃখ সরিয়ে হাসি আনে সারা দিন তার কাজ আর কাজ আর রাতে যখন চাঁদের আলোয় আকাশ ও পৃথিবী ঝকমকিয়ে ওঠে তখন দুই বন্ধু যায় সেই নিরালা মাঠের গাছতলাতে পুরনো দিনের মতো রাখালবন্ধু তখন বাঁশি বাজায় আর বন্ধু রাজা তার গলা জড়িয়ে ধরে সেই সুর শোনে
উত্তর : রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয়, সোনার বাঁশি। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে হাসি আনে। সারা দিন তার কাজ আর কাজ। আর রাতে যখন চাঁদের আলোয় আকাশ ও পৃথিবী ঝকমকিয়ে ওঠে, তখন দুই বন্ধু যায় সেই নিরালা মাঠের গাছতলাতে। পুরনো দিনের মতো রাখালবন্ধু তখন বাঁশি বাজায়, আর বন্ধু রাজা তার গলা জড়িয়ে ধরে সেই সুর শোনে।
প্রশ্ন : নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখ।
সুখ, মায়া, চেনা, স্বাদ, রাজপুত্র, নগর, ভালো, নির্দয়, কান্না, কষ্ট, রানী, দম্ভ, সন্ধ্যা।
উত্তর : প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সুখ দুঃখ
মায়া অমায়া
চেনা অচেনা
স্বাদ বিস্বাদ
রাজপুত্র রাজকন্যা
নগর গ্রাম
ভালো মন্দ
নির্দয় সদয়
কান্না হাসি
কষ্ট আনন্দ
রানী রাজা
দম্ভ অদম্ভ
সন্ধ্যা সকাল

 


আরো সংবাদ



premium cement
শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন বগুড়ায় উৎসব করে কেনা হলো বই গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর

সকল