২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-৭৬

গণিত   অনুশীলনীÑ২.২
-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনীÑ২.২’ থেকে ১৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১ । প্রতি বছরান্তে আমানতকারীর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে কী বলে?
(ক) সঞ্চয় (খ) আমানত
(গ) চক্রবৃদ্ধি মূল (ঘ) প্রবৃদ্ধি
২। প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর হিসাবকৃত মুনাফাকে কী বলে?
(ক) মুনাফা (খ) সরল মুনাফা
(গ) মুনাফা-আসল (ঘ) চক্রবৃদ্ধি মুনাফা
৩। ১২% মুনাফায় ১০০০ টাকা ব্যাংকে রাখলে দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ১১০০ টাকা (খ) ১১২০ টাকা (গ) ১২০০ টাকা (ঘ) ১০০০ টাকা
৪। ১০% মুনাফায় ১২০০ টাকা এক বছরের জন্য ব্যাংকে রাখলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৫২০৯.৩১ টাকা
(খ) ৫১০০ টাকা
(গ) ৫০১০.৩২ টাকা
(ঘ) ৫২০০ টাকা
৫। বার্ষিক ৮% মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
(ক) ৭৫৩২৫ টাকা (খ) ৭০২২৫ টাকা
(গ) ৭০০৫০ টাকা (ঘ) ৭৮৭৩২ টাকা
৬। নিচের তথ্যগুলো লক্ষ করো:
র. ১০৫০ টাকার ৮% সমান ৮৪ টাকা
রর. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০ টাকা
ররর. ১০% মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের মুনাফা আসল ১৫০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৭। বার্ষিক ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
(ক) ১৫০ টাকা (খ) ১৫৫ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ২০০ টাকা
৮। বার্ষিক ১০.৫০% মুনাফায় ৫০০০ টাকার ২ বছরের মুনাফা কত?
(ক) ৬১০৫.১৩ টাকা
(খ) ১১১০.৭৫ টাকা
(গ) ১১০৫.১৩ টাকা
(ঘ) ১১২০.৫০ টাকা
৯। ২% বৃদ্ধিতে ৫ লক্ষ জনসংখ্যা ৩ বছর পরে কত হবে?
(ক) ৫,৩০,৬০৪ জন
(খ) ৫,৩২০,৫০ জন
(গ) ৫,৭৫,৭৫০ জন
(ঘ) ৫,৫৭,৫৫০ জন
নিচের উদ্দীপক পড়ে ১০-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমন ব্যাংকে ১৫% মুনাফায় ৫০০০ টাকা জমা রাখলেন।
১০। ২ বছরান্তে সরল মুনাফা কত?
(ক) ১২৪০ টাকা (খ) ১৬৭০ টাকা
(গ) ১৫০০ টাকা (ঘ) ১৩৫০ টাকা
১১। উদ্দীপকে ২ বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৬৫০০ টাকা (খ) ৩৫০০ টাকা
(গ) ৬৬০০ টাকা (ঘ) ১৫০০০ টাকা
নিচের তথ্যের আলোকে ১২-১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৩০ লক্ষ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ৩০% (খ) ৫% (গ) ৩% (ঘ) ৬%
১৩। এক বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩১,৭০,২৫০ জন
(খ) ৩০,৯০,০০০ জন
(গ) ৩৫,২৭,০০০ জন
(ঘ) ৩০,৮০,০০০ জন
১৪। ৩ বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩২,৭৫,১৮১ জন
(খ) ৩২,৭০,৫৫০ জন
(গ) ৩১,৭৫,৭৫০ জন
(ঘ) ৩২,৫০,৭৫০ জন
নিচের উদ্দীপক থেকে (১৫-১৮) নম্বর প্রশ্নের উওর দাও :
কামাল সাহেব ৫% মুনাফায় ৭৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
১৫। ১ম বছরান্তে মুনাফা কত হবে?
(ক) ২৭৫ টাকা (খ) ৩৫০ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ৩৭৫ টাকা
১৬। ১ম বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৭৫৭৫ টাকা (খ) ৮২০৫ টাকা (গ) ৭৮৭৫ টাকা (ঘ) ৭১২০ টাকা
১৭। ২য় বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৮১২৫ টাকা (খ) ৭৮৮০ টাকা (গ) ৮৫৪০ টাকা (ঘ) ৮২৫০ টাকা
১৮। ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৮২৬৮.৭৫ টাকা
(খ) ৮৩৪৫.৭৫ টাকা
(গ) ৮২৬০.৫০ টাকা
(ঘ) ৮৫৫০.৩৫ টাকা
উত্তর : ১. গ, ২.ঘ, ৩.খ ৪. ক, ৫. ঘ, ৬.ক ৭. ক, ৮. গ, ৯.ক ১০. গ ১১.ক ১২. গ, ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭.ঘ ১৮. ক।


আরো সংবাদ



premium cement